আর্থিক বিবরণী-৭

আর্থিক বিবরণী-৭

১. নিচের অনুচ্ছেদটি পড়ে ২১১৫ ও ২১১৬ নম্বর প্রশ্রের উত্তর দাও: ব্যবসায়ী মিজান তার কারবারের আর্থিক বিবরণী একটি নির্দিষ্ট সময়ে প্রতিবছর তৈরি করে। তিনি প্রতিবছর আর্থিক বিবরণী তৈরি করার পর দেখেন সেখানে কিছু তথ্যগত ভুল থাকে। তাই তিনি এবার সিদ্ধান্ত নেন তার কারবারের লেনদেনগুলো সঠিকভাবে সঠিক জায়গায় লিপিবদ্ধ করবেন। কারবারের সঠিক লাভ-ক্ষতি নিরূপণ করতে প্রয়োজন পড়ে-

  • মুনাফাজাতীয় লেনদেনের
  • বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেনের
  • মূলধনজাতীয় লেনদেনের
  • মূলধনায়িত লেনদেনের

২. মূলধন জাতীয় লা্ভ থেকে সৃষ্টি হয়-

  • সাধারণ সঞ্চিতি
  • অনাদায়ি পাওনা
  • মূলধন সঞ্চিতি
  • মুনাফা সঞ্চিতি

৩. ‘খ’ ব্যবসায়ের নিকট লাভ বা নিট ক্ষতি কত?

  • নিট লাভ ২,০০০
  • নিট লাভ ৩,০০০
  • নিট ক্ষতি ৩,০০০
  • নিট ক্ষতি ৫,০০০

৪. আর্থিক অবস্থা বিবরণীর দায় হিসেবে দেখানো হয়-

  • মূলধন জাতীয় আয়
  • মূলধন জাতীয় ব্যয়
  • মুনাফা জাতীয় আয়
  • মুনাফা জাতীয় ব্যয়

৫. সাধারণ সঞ্চিতি দেখানো হয়-

  • বিশদ আয় বিবরণীতে
  • আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে
  • আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে
  • আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানাস্বত্ব হিসাবে

৬. সাধারণ সঞ্চিতি দেখানো হয়-

  • বিশদ আয় বিবরণীতে
  • আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় হিসাবে
  • আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদ হিসাবে
  • আর্থিক অবস্থা বিবরণীতে মালিকানাস্বত্ব হিসাবে

৭. কোনটি মূলধন থেকে বিয়োগ করা হয়?

  • মূল সংযোজন কর
  • আয়কর
  • নিট মুনাফা
  • মূলধনের সুদ

৮. মালিকানাস্বত্ব বিবনীর সূত্র কোনটি?

  • মূলধন+নিট লাভ+উত্তোলন-অতিরিক্ত মূলধন + আয়কর
  • মূলধন+অতিরিক্ত মূলধন + নিট লাভ-(উত্তোলন+আয়কর)
  • মূলধন-অতিরিক্ত মূলধন+নিট লাভ-(উত্তোলন-আয়কর)
  • মূলধন+অতিরিক্ত মূলধন+নিট লাভ+(উত্তোলন+আয়কর)

৯. স্থায়ী সম্পদের ক্ষয়কে বলা হয়- i. অবচয় ii. অবক্ষয় iii. অবলোপন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. কোনটি স্থায়ী সম্পত্তি?

  • মজুদ পণ্য
  • ট্রেডমার্ক
  • বিবিধ দেনাদার
  • ব্যাংক জমা