আর্থিক বিবরণী-৫ ১. কোনটি প্রত্যক্ষ খরচ? মজুরি বেতন কমিশন অফিস খরচ ২. নিট বিক্রয় দেখাতে মোট বিক্রয় থেকে বাদ দিতে হয়- i. বিক্রয় ফেরত ii. বিক্রয় বাট্টা iii. মোট ক্রয়মূল্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. পণ্যের বিক্রয়মূল্য হতে মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে- বিক্রীত পণ্যের মূল্য ক্রীত পণ্যের মূল্য মজুদ পণ্যের মূল্য মোট লাভ ৪. নিট লাভ কোথায় স্থানান্তর করা হয়? আর্থিক অবস্থা বিবরণী সম্পত্তির দিকে মূলধনের সাথে যোগ করা হয় মূলধন থেকে বিয়োগ করা হয় বিবিধ দেনাদারের সাথে যোগ করা হয় ৫. শিক্ষানবিশ সেলামি ও বিমা সেলামি- দু’টির একই অর্থ একটি ক্রেডিট হিসাব অপরটি ডেবিট হিসাব উভয়টিই খরচ উভয়টিই আয় ৬. প্যাকিং খরচ কোন জাতীয় ব্যয়? পরোক্ষ পরিচালন ব্যয় প্রত্যক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ অপরিচালন ব্যয় পরোক্ষ অপরিচালন ব্যয় ৭. পরিচালন ব্যয়ের অংশ i. ম্যানেজারের বেতন ii. স্থায়ী সম্পদের মেরামত iii. অনাদায়ি পাওনা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা এবং ৭০০ টাকা ; বিক্রীত পণ্যের ব্যয় কত? ১৬,৬০০ টাকা ১৪,৯০০ টাকা ১৫,৯০০ টাকা ১৮,৩০০ টাকা ৯. অবচয় হলো- স্থায়ী সম্পদের ক্রয়কৃত মূল্য পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের যে অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে পুরাতন স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় ১০. কোন কারণে পাওনা অনাদায়ি হতে পারে? ধারে বিক্রয় কমে গেলে দেনাদার বৃদ্ধি পেলে দেনাদার দেউলিয়া হলে দেনাদার বিদেশ গেলে কুইজ সমাপ্ত করুন