হিসাববিজ্ঞান পরিচিতি-৩

হিসাববিজ্ঞান পরিচিতি-৩

১. সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা পালন করে কোনটি?

  • হিসাববিজ্ঞান
  • হিসাব নিরীক্ষা
  • ব্যবস্থাপনা
  • অর্থায়ন

২. ডাচ বাংলা ব্যাংক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান করে। এটি ডাচ বাংলা ব্যাংকের কোন ধরনের দায়িত্বের অন্তর্গত?

  • অর্থনৈতিক
  • রাষ্ট্রীয়
  • সামাজিক
  • প্রাতিষ্ঠানিক

৩. হিসাববিজ্ঞান ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের পাশাপাশি কোনটি জাগ্রত করেব?

  • নৈতিকতা
  • মূল্যবোধ
  • শৃঙ্খলাবোধ
  • কর্মস্পৃহা

৪. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটি ভূমিকা বেশি?

  • হিসাবরক্ষণের
  • হিসাববিজ্ঞানের
  • বুক কিপিং-এর
  • ব্যবস্থাপনার

৫. সরকার কর্তৃক নির্ধঅরিত নিয়ম নীতি পালন ও যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার কার ওপর অর্পিত?

  • মালিকের ওপর
  • হিসাবরক্ষকের ওপর
  • ব্যবস্থাপকের ওপর
  • সরকারের সংশ্লিষ্ট পক্ষের ওপর

৬. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে- i. পণ্য তৈরীতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে ii. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে iii. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. সততা ও দায়িত্বাবোধ বিকাশের মাধ্যম হলো- i. হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথার্থরূপে অনুসরণ ii. আর্থিক দুর্নীতি, সম্পদ জালিয়াতি ইত্যাদি নিয়ন্ত্রণ iii. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. হিসাববিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির- i. জবাবদিহিতা নিশ্চিত করে iii. ঋণখেলাপদের মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি?

  • ১৪৪১ খ্রিষ্টাব্দ
  • ১৩৯৪ খ্রিষ্টাব্দ
  • ১৪৯৪ খ্রিষ্টাব্দ
  • ১৪৪৯ খ্রিষ্টাব্দ

১০. হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়?

  • ঋণ খেলাপি হওয়ার সম্ভবনা হ্রাস করে
  • দেশপ্রেম বৃদ্ধি করে
  • কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে
  • উপরের সবগুলো