হিসাববিজ্ঞান পরিচিতি-৩ ১. সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা পালন করে কোনটি? হিসাববিজ্ঞান হিসাব নিরীক্ষা ব্যবস্থাপনা অর্থায়ন ২. ডাচ বাংলা ব্যাংক এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মেধাবৃত্তি প্রদান করে। এটি ডাচ বাংলা ব্যাংকের কোন ধরনের দায়িত্বের অন্তর্গত? অর্থনৈতিক রাষ্ট্রীয় সামাজিক প্রাতিষ্ঠানিক ৩. হিসাববিজ্ঞান ঋণ গ্রহীতাদের ঋণ পরিশোধের পাশাপাশি কোনটি জাগ্রত করেব? নৈতিকতা মূল্যবোধ শৃঙ্খলাবোধ কর্মস্পৃহা ৪. জবাবদিহিতা সৃষ্টিতে কোনটি ভূমিকা বেশি? হিসাবরক্ষণের হিসাববিজ্ঞানের বুক কিপিং-এর ব্যবস্থাপনার ৫. সরকার কর্তৃক নির্ধঅরিত নিয়ম নীতি পালন ও যথাযথভাবে শুল্ক, ভ্যাট ও কর পরিশোধ করা হচ্ছে কিনা তা দেখার অধিকার কার ওপর অর্পিত? মালিকের ওপর হিসাবরক্ষকের ওপর ব্যবস্থাপকের ওপর সরকারের সংশ্লিষ্ট পক্ষের ওপর ৬. একটি প্রতিষ্ঠান সমাজ ও পরিবেশের প্রতি অবদান রাখে- i. পণ্য তৈরীতে বিদেশী কাঁচামাল ব্যবহার করে ii. পণ্য তৈরিতে দেশী কাঁচামাল ব্যবহার করে iii. গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. সততা ও দায়িত্বাবোধ বিকাশের মাধ্যম হলো- i. হিসাববিজ্ঞানের রীতিনীতি ও কলাকৌশল যথার্থরূপে অনুসরণ ii. আর্থিক দুর্নীতি, সম্পদ জালিয়াতি ইত্যাদি নিয়ন্ত্রণ iii. হিসাবের স্বচ্ছতা বৃদ্ধি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. হিসাববিজ্ঞানের মাধ্যমে সঠিক সময়ে ঋণ পরিশোধ একজন ব্যক্তির- i. জবাবদিহিতা নিশ্চিত করে iii. ঋণখেলাপদের মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে নিচের কোনটি সঠিক? i ও ii i ও ii ii ও iii i, ii ও iii ৯. দুতরফা দাখিলা পদ্ধতির উৎপত্তিকাল কোনটি? ১৪৪১ খ্রিষ্টাব্দ ১৩৯৪ খ্রিষ্টাব্দ ১৪৯৪ খ্রিষ্টাব্দ ১৪৪৯ খ্রিষ্টাব্দ ১০. হিসাব সচেতনতার ফলে সমাজ ও রাষ্ট্রের প্রতি কোন দায়িত্ববোধ সৃষ্টি হয়? ঋণ খেলাপি হওয়ার সম্ভবনা হ্রাস করে দেশপ্রেম বৃদ্ধি করে কর ফাঁকি দেওয়ার প্রবণতা হ্রাস করে উপরের সবগুলো কুইজ সমাপ্ত করুন