আর্থিক বিবরণী-১ ১. বিমা করার উদ্দেশ্যে হলো- i. ঝুঁকির বন্টন ii. দুর্ঘনাজনিত ক্ষতিপূরণ iii. সম্পদ বৃদ্ধি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. নিট মুনাফা বিশদ আয় বিবরণীর কোন ধাপে নির্ণয় করা হয়? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ৩. মূলধন ১,০০,০০০ টাকা, ঋন ৫০,০০০ টাকা এবং সম্পদ ২,১০,০০০ টাকা হলে নিট লাভ/ক্ষতির পরিমাণ কত? লাভ ১,০০,০০০ টাকা ক্ষতি ৬০,০০০ টাকা লাভ ৬০,০০০ টাকা লাভ ৫০,০০০ টাকা ৪. মালিক কোনটি দাবি বলতে পারে না? মোট মুনাফা নিট লাভ নিট মুনাফা মূলধনের সুদ ৫. অগ্রিম আয় ও ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে কীভাবে দেখানো হয়? যোগ করে বাদ দিয়ে গুণ করে ভাগ করে ৬. বিক্রয় ২৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,৫০০ টাকা, ক্রয় ২০,৬০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,৫০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত? ২৫,৬০০ টাকা ২৬,১০০ টাকা ৩০,৬০০ টাকা ২১,৬০০ টাকা ৭. বিগত বছরের অবিক্রিত পণ্য চলতি বছরে কী হিসাবে বিবেচিত হয়? প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য অবিক্রিত পণ্য বিক্রিত পণ্য ৮. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি যোগ করা হয়? অগ্রিম খরচ অগ্রিম ব্যয় বকেয়া আয় বকেয়া খরচ ৯. কীসের ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী তৈরি করা হয়? বকেয়া ধারণা হিসাবকাল ধারণা চলমান প্রতিষ্ঠান ধারণা ক্রয়মূল্য নীতি ১০. অপডিরচালন আয় হলো- i. উত্তোলনের সুদ ii. মূলধনের সুদ iii. প্রদত্ত ঋণের সুদ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন