আর্থিক বিবরণী-১

আর্থিক বিবরণী-১

১. বিমা করার উদ্দেশ্যে হলো- i. ঝুঁকির বন্টন ii. দুর্ঘনাজনিত ক্ষতিপূরণ iii. সম্পদ বৃদ্ধি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. নিট মুনাফা বিশদ আয় বিবরণীর কোন ধাপে নির্ণয় করা হয়?

  • প্রথম
  • দ্বিতীয়
  • তৃতীয়
  • চতুর্থ

৩. মূলধন ১,০০,০০০ টাকা, ঋন ৫০,০০০ টাকা এবং সম্পদ ২,১০,০০০ টাকা হলে নিট লাভ/ক্ষতির পরিমাণ কত?

  • লাভ ১,০০,০০০ টাকা
  • ক্ষতি ৬০,০০০ টাকা
  • লাভ ৬০,০০০ টাকা
  • লাভ ৫০,০০০ টাকা

৪. মালিক কোনটি দাবি বলতে পারে না?

  • মোট মুনাফা
  • নিট লাভ
  • নিট মুনাফা
  • মূলধনের সুদ

৫. অগ্রিম আয় ও ব্যয়কে সংশ্লিষ্ট হিসাব খাতে কীভাবে দেখানো হয়?

  • যোগ করে
  • বাদ দিয়ে
  • গুণ করে
  • ভাগ করে

৬. বিক্রয় ২৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৪,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,৫০০ টাকা, ক্রয় ২০,৬০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,৫০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?

  • ২৫,৬০০ টাকা
  • ২৬,১০০ টাকা
  • ৩০,৬০০ টাকা
  • ২১,৬০০ টাকা

৭. বিগত বছরের অবিক্রিত পণ্য চলতি বছরে কী হিসাবে বিবেচিত হয়?

  • প্রারম্ভিক মজুদ পণ্য
  • সমাপনী মজুদ পণ্য
  • অবিক্রিত পণ্য
  • বিক্রিত পণ্য

৮. বিশদ আয় বিবরণীতে প্রদত্ত খরচের সাথে কোনটি যোগ করা হয়?

  • অগ্রিম খরচ
  • অগ্রিম ব্যয়
  • বকেয়া আয়
  • বকেয়া খরচ

৯. কীসের ওপর ভিত্তি করে বিশদ আয় বিবরণী তৈরি করা হয়?

  • বকেয়া ধারণা
  • হিসাবকাল ধারণা
  • চলমান প্রতিষ্ঠান ধারণা
  • ক্রয়মূল্য নীতি

১০. অপডিরচালন আয় হলো- i. উত্তোলনের সুদ ii. মূলধনের সুদ iii. প্রদত্ত ঋণের সুদ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii