খতিয়ান-৫ ১. খতিয়ানকে কী বলে আখ্যায়িত করা হয় না? লেনদেনের মুখ্য দলিল লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল সকল বইয়ের রাজা হিসাবের পাকা বই ২. কোনটি জাবেদা ও খতিয়ানের পার্থক্যের কারণ নয়? তারিখ অনুযায়ী লিপিবদ্ধকরণ হিসাবের শ্রেণি অনুযায়ী লিপিবদ্ধকরণ লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিভাজন জের টানা ৩. হিসাবের ডেটর দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে? ক্রেডিট ব্যালেন্স ডেবিট ব্যালেন্স সমাপ্তি জের প্রারম্ভিক ব্যালেন্স ৪. সি.এফ-এর পূর্ণ শব্দ হলো- ক্রেডিট ডাউন ক্যারিড ফরওয়ার্ড ক্রেডিট ফুল ক্রেডিট ফর ৫. Brought down বলতে কী বোঝায়? উপর থেকে আনীত পেছন থেকে আনীত অপর পৃষ্ঠা হতে আনীত সম্মুখে নীত ৬. সুনাম হিসাব প্রকাশ করে- ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত উভয় উদ্বৃত্ত শূন্য উদ্বৃত্ত ৭. অগ্রিম খরচ ও বকেয়া আয়- ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত উভয় উদ্বৃত্ত কোন উদ্বৃত্ত নয় ৮. নিচের অনুচ্ছেদটি পড়ে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও : মি. Yz-এর ২০০৯ সালের ১ জানুয়ারি তারিখে পাওনাদারের পরিমাণ ছিল ৪০,০০০ টাকা। ৩ জানুয়ারি ক্রয় ফেরত ৫০০ টাকা এবং বাট্টা পাওয়া গেল ৬০০ টাকা। 8. পাওনাদার কোন Balance পদর্শন করে? Debit Balance Debit/ Credit Balance সমান Balance Credit Balance ৯. মাস শেষে পাওনাদারের পরিমাণ হবে- ৪০,০০০ টাকা ৪১,১০০ টাকা ৩৮,৯০০ টাকা ৪০,১০০ টাকা ১০. খতিয়ানের আধুনিক ছককে চলমান জের ছক বলার কারণ কী? নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্ত জানা যায় বলে যেকোনো সময়ের উদ্বৃত্ত জানা যায় বলে ছকটি হতে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয় বলে ছকটি যেকোনো সময় প্রস্তুত করা যায় বলে কুইজ সমাপ্ত করুন