খতিয়ান-৫

খতিয়ান-৫

১. খতিয়ানকে কী বলে আখ্যায়িত করা হয় না?

  • লেনদেনের মুখ্য দলিল
  • লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল
  • সকল বইয়ের রাজা
  • হিসাবের পাকা বই

২. কোনটি জাবেদা ও খতিয়ানের পার্থক্যের কারণ নয়?

  • তারিখ অনুযায়ী লিপিবদ্ধকরণ
  • হিসাবের শ্রেণি অনুযায়ী লিপিবদ্ধকরণ
  • লেনদেনের ডেবিট ও ক্রেডিট বিভাজন
  • জের টানা

৩. হিসাবের ডেটর দিকের যোগফল বেশি হলে যে জের পাওয়া যায় তাকে কী বলে?

  • ক্রেডিট ব্যালেন্স
  • ডেবিট ব্যালেন্স
  • সমাপ্তি জের
  • প্রারম্ভিক ব্যালেন্স

৪. সি.এফ-এর পূর্ণ শব্দ হলো-

  • ক্রেডিট ডাউন
  • ক্যারিড ফরওয়ার্ড
  • ক্রেডিট ফুল
  • ক্রেডিট ফর

৫. Brought down বলতে কী বোঝায়?

  • উপর থেকে আনীত
  • পেছন থেকে আনীত
  • অপর পৃষ্ঠা হতে আনীত
  • সম্মুখে নীত

৬. সুনাম হিসাব প্রকাশ করে-

  • ডেবিট উদ্বৃত্ত
  • ক্রেডিট উদ্বৃত্ত
  • উভয় উদ্বৃত্ত
  • শূন্য উদ্বৃত্ত

৭. অগ্রিম খরচ ও বকেয়া আয়-

  • ডেবিট উদ্বৃত্ত
  • ক্রেডিট উদ্বৃত্ত
  • উভয় উদ্বৃত্ত
  • কোন উদ্বৃত্ত নয়

৮. নিচের অনুচ্ছেদটি পড়ে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও : মি. Yz-এর ২০০৯ সালের ১ জানুয়ারি তারিখে পাওনাদারের পরিমাণ ছিল ৪০,০০০ টাকা। ৩ জানুয়ারি ক্রয় ফেরত ৫০০ টাকা এবং বাট্টা পাওয়া গেল ৬০০ টাকা। 8. পাওনাদার কোন Balance পদর্শন করে?

  • Debit Balance
  • Debit/ Credit Balance
  • সমান Balance
  • Credit Balance

৯. মাস শেষে পাওনাদারের পরিমাণ হবে-

  • ৪০,০০০ টাকা
  • ৪১,১০০ টাকা
  • ৩৮,৯০০ টাকা
  • ৪০,১০০ টাকা

১০. খতিয়ানের আধুনিক ছককে চলমান জের ছক বলার কারণ কী?

  • নির্দিষ্ট সময় শেষে উদ্বৃত্ত জানা যায় বলে
  • যেকোনো সময়ের উদ্বৃত্ত জানা যায় বলে
  • ছকটি হতে সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয় বলে
  • ছকটি যেকোনো সময় প্রস্তুত করা যায় বলে