আর্থিক বিবরণী-২ ১. বিশদ আয় বিবরণ প্রস্তুতে ব্যবহৃত হয়- i. মূলধন জাতীয় প্রাপ্তি ii. মুনাফা জাতীয় ব্যয় iii. মুনাফা জাতীয় আয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি করে- i. পণ্য বিক্রয় ii. পণ্য ক্রয় iii. কমিশন প্রাপ্তি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তরা দাও: রীনা ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভূক্ত ছিল। সংশ্লিষ্ট বছরে রীনা ট্রেডার্সের মনিহারি বাবদ খরচের পরিমাণ কত? ৫০০ টাকা ৩০০০ টাকা ৩৫০০ টাকা ৪০০০ টাকা ৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তরা দাও: রীনা ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে মনিহারির পরিমাণ ৩৫০০ টাকা যার মধ্যে ৫০০ টাকা মূল্যের অব্যবহৃত মনিহারি অন্তর্ভূক্ত ছিল। রীনা ট্রেডার্সের ব্যবসায়ে ৫০০ টাকা হিসাবভূক্তির ফলে কী হবে? নিট লাভ বৃদ্ধি নিট লাভ হ্রাস মোট লাভ বৃদ্ধি মোট লাভ হ্রাস ৫. মালিক নিট লাভের অতিরিক্ত দাবি করলে কী হবে? মূলধন বৃদ্ধি পাবে মূলধন ভেঙে যাবে উত্তোলনের পরিমাণ বাড়বে নিট ক্ষতি হবে ৬. প্রতিষ্ঠানে সম্পদ, দায় ও মালিকানা স্বত্বর পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পুর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়? আর্থিক বিবরণী আর্থিক অবস্থা চূড়ান্ত হিসাব হিসাব ব্যবস্থাপনা ৭. আর্থিক বিবরণী উপাদান পাওয়া যায় কোথায়? জাবেদায় নগদান বহিতে রেওয়ামিলে খতিয়ানে ৮. অগ্রিম প্রাপ্ত শিক্ষানবিস সেলামি আর্থিক অবস্থার বিবরণীর কোন অংশে থাকে? স্থায়ী সম্পদ চলতি সম্পদে চলতি দায়ে মালিকানাস্বত্বে ৯. কোনটি স্বল্পমেয়াদি দায়? প্রাপ্য বিল ৬% ঋণ বন্ধকী ঋণ প্রদেয় বিল দেনাদার ১০. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দেওয়া হয়? রক্ষণশীলতার নীতি বস্তুনিষ্ঠতার নীতি সমঞ্জসীতার নীতি চলমান প্রতিষ্ঠান নীতি কুইজ সমাপ্ত করুন