জাবেদা-১ ১. জাবেদা বলতে কী বুঝায়? একটি পূর্ণ হিসাব একটি সংক্ষিপ্ত হিসাব চূড়ান্ত হিসাব লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ ২. কোথায় লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায়? খতিয়ানে জাবেদায় চূড়ান্ত হিসাবে রেওয়ামিলে ৩. বিজ্ঞাপন বাবদ ৫,০০০ টাকা প্রদান করা হয়েছে, যা মনিহারি হিসাবে লিপিবদ্ধ হয়েছে। এর সংশোধনী জাবেদায় একটি ক্রেডিট হবে? নগদান হিসাব বিজ্ঞাপন হিসাব মনিহারি হিসাব ব্যাংক হিসাব ৪. গ্রাহকের নিকট থেকে বিলে স্বীকৃতি পেলে তা কোথায় লেখা হয়? নগদ প্রাপ্তির জাবেদায় বিক্রয় জাবেদায় ক্রয় জাবেদায় প্রকৃত জাবেদায় ৫. পাটের ব্যবসায়ী ইমরান, নাঈমের কাছ থেকে কেনা ২০ হাজার টাকার পাট ফেরত দিল। এটি ইমরানের বইতে কোথায় লিপিবদ্ধ হবে? আন্তঃফেরত হিসাবে বহিঃফেরত হিসাবে প্রদেয় বিল হিসাবে মজুদ পণ্য হিসাবে ৬. জাবেদার উপর ভিত্তি করে কোনটি প্রস্তুত করা হয়? রেওয়ামিল খতিয়ান আর্থিক বিবরণী নগদান হিসাব ৭. কোনটি নগদ প্রাপ্তি জাবেদায় দেখতে হয়? নগদে পণ্য ক্রয় নগদে পণ্য বিক্রয় করিমের নিকট বিক্রয় ধারে পণ্য বিক্রয় ৮. ‘ব্যাংক চার্জ’ এর সঠিক জাবেদা কোনটি? ব্যাংক হিসাব ডেবিট ব্যাক চার্জ হিসাব ব্যাংক চার্জ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাংক চার্জ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিটি ৯. প্রদেয় বিলে কখন স্বীকৃতি দেয়া হয়? ধারে পণ্য বিক্রয়ের সময় ধারে পণ্য ক্রয়ের সময় বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ১০. জাবেদা বইয়ের কোন ঘরটি খতিয়ান তৈরির পর পূরণ করতে হয়? রসিদ নম্বর ভাউচার নম্বর খ. পৃ. তারিখ কুইজ সমাপ্ত করুন