জাবেদা-৮ ১. ১০% সুদসহ সঞ্চয়পত্র ভাঙানো হলো, এক্ষেত্রে ক্রেডিট হবে- i. নগদান হিসাব ii. বিনিয়োগ হিসাব iii. বিনিয়োগের সুদ হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. খরিদ্দারদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো জাবেদা কোনটি? দেনাদার হিসাব ডেবিট, পণ্য হিসাব ক্রেডিট বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট বিবিধ খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট ৩. নগদ বাট্টার উদ্ভব হয়- ধারে পণ্য ক্রয়বিক্রয় করলে নগদে পণ্য ক্রয়বিক্রয় করলে নগদে দেনা-পাওনা পরিশোধ করলে নগদে প্রাপ্তি ঘটলে ৪. কোন দ্রব্যের তালিকা মূল্যের ওপর মে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে? প্রদত্ত বাট্টা নগদ বাট্টা কারবারি বাট্টা প্রাপ্ত বাট্টা ৫. কোনো দ্রব্যের তালিকামূল্য ২,০০,০০০ টাকা ও কারবারি বাট্টা ১০% হলে, নিট বিক্রয় মূল্য কত? ১,৮০,০০০ টাকা ১,৯০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ২,২০,০০০ টাকা ৬. বাট্টা প্রদত্ত হয়- অংশীদারকে পাওনাদারকে দেনাদারকে পাইকারকে ৭. নগদ ও কারবারি বাট্টার পার্থক্য বিদ্যমান হচ্ছে- i. নগদ বাট্টার উদ্দেশ্য দ্রুত দেনা পরিশোধে উৎসাহ প্রদান। ii. কারবারি বাট্টার উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি করা iii. নগদ বাট্টার উদ্দেশ্য নগদ প্রবাহ বৃদ্ধি করা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. নগদ টাকা ছাড় দেয়া হলে, বিক্রেতার জন্য তা কী হিসেবে গণ্য হবে? প্রাপ্ত বাট্টা কারবারি বাট্টা প্রদত্ত বাট্টা মুনাফা ৯. কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? প্রাপ্ত কমিশন প্রাপ্ত বাট্টা প্রাপ্ত সুদ প্রাপ্ত ভাড়া ১০. এক বছরের বিমা প্রদান করলে জাবেদা হবে কোনটি? অগ্রিম বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট, বিমা হিসাব ক্রেডিট বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট কুইজ সমাপ্ত করুন