খতিয়ান-৪ ১. খতিয়ানের হিসাবের- i. প্রাথমিক বিই ii. পাকা বই iii. স্থায়ী বই নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. লেনদেনগুলোকে সংক্ষিপ্ত, সুশৃঙ্খল ও শ্রেণিবদ্ধভাবে খতিয়ানে লিখলে এর মাধ্যমে i. এক নজরে সকল তথ্য জানা যায় ii. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই হয় iii. আর্থিক ফলাফল সম্পর্কে অবগত হওয়া যায় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iiii i, ii ও iii ৩. খতিয়ান বই তৈরি করার সময় কোনটি উল্লেখ করতে হয়? খতিয়ান পৃ. জাবেদা পৃ. ভাউচার নং. চালান নং ৪. খতিয়ানের মুখ্য উদ্দেশ্য হলো- ব্যাখ্যাসহকারে লেনদেনসমূহ লিপিবদ্ধ করা লেনদেনের সামগ্রিক ফলাফল, দেনা পাওনা নির্ণয় করা ভিন্ন ভিন্ন শিরোনামে হিসাব লিপিবদ্ধকরণ সংক্ষিপ্তাকারে হিসাব সংরক্ষণ করা ৫. খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, কারণ লেনদেনগুলো- প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় শ্রেণিবিন্যাস করে চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় আংশিক খসড়া ও আংশিক চূড়ান্তভাবে লিপিবদ্ধ করা হয় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় ৬. লেনদেনসমূহের স্থায়ী ভাণ্ডার কী? জাবেদা বই নগদান বই রেওয়ামিল খতিয়ান বই ৭. নিচের উদ্দীপকটি পড় এবং 7 থেকে 9 নম্বর প্রশ্নের উত্তর দাও: মিসেস আনোয়ারা হোসেন একজন ব্যবসায়ী। তিনি প্রতিষ্ঠানে সংঘটিত সকল লেনদেন স্থায়ীভাবে লিপিবদ্ধ করেন। যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি সকল লিপিবদ্ধকৃত লেনদেনের ফলাফল পর্য্যবেক্ষণ করেন। তার প্রতিষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারি মাসে সংঘটিত লেনদেনগুলো নিম্নরূপ : জানু. ১, মূলধনের উদ্বৃত্ত ১০,০০০ টাকা। জানু, ৪, বাকিতে ক্রয় ১৫,০০০ টাকা। জানু, ২০, অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা। 7. জানু, ৪ তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবগুলো কোন জের প্রকাশ করে? প্রথমটি ক্রেডিট, পরেরটি ডেবিট উভয়ই ডেবিট প্রথমটি ডেবিট পরেরটি ক্রেডিট উভয়ই ক্রেডিট ৮. প্রতিষ্ঠানের খতিয়ান বইতে মিসেস আনোয়ারা হোসেন সকল লেনদেন লিপিবদ্ধ করেন কেন? সুন্দরভাবে সাজিয়ে রাখতে সার্বিক ফলাফল সম্পর্কে জেনে সিদ্ধান্ত গ্রহণের জন্যে জাবেদা বই সংরক্ষণ হতে বিরত থাকার জন্যে এখানে একাধিক টাকার ঘর তাকে তাই ৯. ৩১ জানুয়ারিতে মিসেস আনোয়ারা হোসেনের মূলধনের উদ্বৃত্ত কত? ৫,০০০ টাকা ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা ৩০,০০০ টাকা ১০. কোন হিসাবের জের টানা হয় না? খতিয়ানের জাবেদার নগদান বইয়ের বিশদ আয় বিবরণীর কুইজ সমাপ্ত করুন