পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যেগের হিসাব-৩ ১. পারিবারিক তহবিল প্রভাবিত হয়- i. আয় উদ্বৃত্ত দ্বারা ii. আয়ের ঘাটতি দ্বারা iii. মূলধন জাতীয় ব্যয় দ্বারা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি? অধিক অর্থ শ্রম অধিখ শ্রমিক অধিক শিক্ষা ৩. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়- মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ হাঁস-মুরগির চিকিৎসা খরচ দুগ্ধ খামারের গরুর খাবার খরচ প্রকল্পের পাহারাদারের মজুরি ৪. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি? অধিক শিক্ষা অধিক অর্থ শ্রম অধিক শ্রমিক ৫. পরিবারের সম্পদ বৃদ্ধি হয় কীসের মাধ্যমে? মুনাফা জাতীয় ব্যয় দ্বারা মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় দ্বারা মূলধন জাতীয় ব্যয় দ্বারা পারিবারিক ব্যয় দ্বারা ৬. কোনটির ওপর আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের সফলতা নির্ভরশীল? নির্ভূল হিসাবরক্ষণ প্রকল্প বিশ্লেষণ সঠিক আয়-ব্যয় নির্ধারণ সংগৃহীত মূলধন ৭. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয় কোনটি? মাছের খাবার ক্রয়ের খরচ হাঁস-মুরগির চিকিৎসা খরচ দুগ্ধ খামার নির্মাণের খরচ প্রকল্পের পাহারাদারের মজুরি ৮. পারিবারিক আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রস্তুত করতে হয়- i. আয়-ব্যয় হিসাব ii. আর্থিক অবস্থার বিবরণী iii. আয়-বিবরণী নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii ii ও iii ৯. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি জনাব আসিফের দেনার পরিমাণ কত? ৫০,০০০ টাকা ১,০০,০০০ টাকা ১,৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ১০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি ২০১১ তারিখে তার পারিবারিক তহবিল কত? ১,০০,০০০ টাকা ১,৪০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ২,৬০,০০০ টাকা কুইজ সমাপ্ত করুন