মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-৩

মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-৩

১. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মি. ইমন ২০১৩ সালের ১ জানুয়ারিতে ৪০,০০০ টাকার আসবাবপত্র, ১,৬০,০০০ টাকার দালানকোঠা, ৩,০০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। বছর শেষে স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ীর জন্য মুনাফা জাতীয় ব্যয় কোনটি?

  • আসবাবপত্র
  • দালানকোঠা
  • যন্ত্রপাতি
  • স্থায়ী সম্পত্তি অবচয়

২. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মি. ইমন ২০১৩ সালের ১ জানুয়ারিতে ৪০,০০০ টাকার আসবাবপত্র, ১,৬০,০০০ টাকার দালানকোঠা, ৩,০০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। বছর শেষে স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। মি. ইমনের চলতি বছর শেষে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে?

  • ৫০,০০০ টাকা
  • ৪,০০,০০০ টাকা
  • ৪,৫০,০০০ টাকা
  • ৫,০০,০০০ টাকা

৩. ব্যবসায়ের লাভ-লোকসান জানতে কীসের প্রয়োজন?

  • মূলধন জাতীয় প্রাপ্তি
  • মূলধন জাতীয় ব্যয়
  • মুনাফা জাতীয় লেনদেন
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়

৪. মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে?

  • ব্যবসায়ের সম্পদ
  • ব্যবসায়ের দায়-দেনা
  • ব্যবসায়ের মুনাফা
  • মালিকানাস্বত্ব

৫. মূলধন কারবারের কী নির্দেশ করে?

  • আয়
  • স্বল্পমেয়াদী দায়
  • দীর্ঘমেয়াদী দায়
  • দীর্ঘমেয়াদি আয়

৬. কোনটি মালিকের পাওনা?

  • মূলধন
  • সঞ্চিতি
  • মুনাফা
  • সবগুলো

৭. যন্ত্রপাতি ক্রয় করলে এটি- i. অনেক বছর ধরে ব্যবসায়ের পণ্য তৈরিতে ব্যবহৃত হবে ii. মুনাফা জাতীয় ব্যয় সৃষ্টিতে সাহায্য করবে iii. মুনাফা অর্জনে সহায়তা করবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যাধিক ব্যয়-

  • মূলধন জাতীয় ব্যয়
  • ব্যবসায়িক ব্যয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
  • মুনাফা জাতীয় ব্যয়

৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয় কোনটি?

  • ৪ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ ব্যয়
  • ৬ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ
  • ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয়
  • নতুন পণ্যের গবেষণা ব্যয়

১০. বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন?

  • মূলধন জাতীয় ব্যয়
  • মুনাফা জাতীয় ব্যয়
  • বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়
  • মূলত বিক্রয় ব্যয়