মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন-৩ ১. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মি. ইমন ২০১৩ সালের ১ জানুয়ারিতে ৪০,০০০ টাকার আসবাবপত্র, ১,৬০,০০০ টাকার দালানকোঠা, ৩,০০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। বছর শেষে স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। এক্ষেত্রে উক্ত ব্যবসায়ীর জন্য মুনাফা জাতীয় ব্যয় কোনটি? আসবাবপত্র দালানকোঠা যন্ত্রপাতি স্থায়ী সম্পত্তি অবচয় ২. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: মি. ইমন ২০১৩ সালের ১ জানুয়ারিতে ৪০,০০০ টাকার আসবাবপত্র, ১,৬০,০০০ টাকার দালানকোঠা, ৩,০০,০০০ টাকার যন্ত্রপাতি নিয়ে ব্যবসায় শুরু করেন। বছর শেষে স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। মি. ইমনের চলতি বছর শেষে মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত হবে? ৫০,০০০ টাকা ৪,০০,০০০ টাকা ৪,৫০,০০০ টাকা ৫,০০,০০০ টাকা ৩. ব্যবসায়ের লাভ-লোকসান জানতে কীসের প্রয়োজন? মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় লেনদেন বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় ৪. মূলধন জাতীয় প্রাপ্তি কোনটি নির্দেশ করে? ব্যবসায়ের সম্পদ ব্যবসায়ের দায়-দেনা ব্যবসায়ের মুনাফা মালিকানাস্বত্ব ৫. মূলধন কারবারের কী নির্দেশ করে? আয় স্বল্পমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদি আয় ৬. কোনটি মালিকের পাওনা? মূলধন সঞ্চিতি মুনাফা সবগুলো ৭. যন্ত্রপাতি ক্রয় করলে এটি- i. অনেক বছর ধরে ব্যবসায়ের পণ্য তৈরিতে ব্যবহৃত হবে ii. মুনাফা জাতীয় ব্যয় সৃষ্টিতে সাহায্য করবে iii. মুনাফা অর্জনে সহায়তা করবে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. বিজ্ঞাপন বাবদ এককালীন অত্যাধিক ব্যয়- মূলধন জাতীয় ব্যয় ব্যবসায়িক ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় ৯. বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নয় কোনটি? ৪ বছরের জন্য পণ্যের প্রচারণা বাবদ ব্যয় ৬ মাসের ভাড়া অগ্রিম পরিশোধ ব্যবসায়ের অফিস স্থানান্তর বাবদ ব্যয় নতুন পণ্যের গবেষণা ব্যয় ১০. বাজারে নতুন পণ্য চালু করার জন্য বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় মূলত বিক্রয় ব্যয় কুইজ সমাপ্ত করুন