পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব-৪

পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব-৪

১. পরিবার হচ্ছে- i. অ-মুনাফাভোগী প্রতিষ্ঠান ii. সেবামূলক প্রতিষ্ঠান iii. পরিবার প্রধান থেকে পৃথক প্রতিষ্ঠান নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. পরিবারকে অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান বলার কারণ- i. অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেও আর্থিক লেনদেন সংঘটিত হয় ii. মুনাফা অর্জনের সুযোগ আছে iii. পরিবারের ব্যয় আছে কিন্তু লাভ-ক্ষতি নির্ণয় করা হয় না নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৩. পারিবারিক হিসাব নিকাশের ক্ষেত্রে পরিবার কেমন প্রতিষ্ঠান?

  • অমুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
  • অমুনাফাভোগী ব্যবসায় প্রতিষ্ঠান
  • মুনাফাভোগী চলমান প্রতিষ্ঠান
  • স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান

৪. সুষ্ঠুভাবে পরিবার পরিচালনা করা সম্ভব হয় কখন?

  • পরিবার স্বচ্ছল হলে
  • প্রচুর আয় হলে
  • সঠিক বাজেট প্রণয়ন করা হলে
  • অধিক সম্পদ থাকলে

৫. সঞ্চয়ের প্রবণতা পারিবারিক হিসাব নিকাশের-

  • প্রয়োজনীয়তা
  • সমস্যা
  • বৈশিষ্ট্য
  • উদ্দেশ্য

৬. ‘পারিবারিক শৃঙ্খলা’ পারিবারিক হিসাব নিকাশের কী?

  • প্রয়োজনীয়তা
  • সুবিধা
  • বৈশিষ্ট্য
  • উদ্দেশ্য

৭. পারিবারিক বাজেট প্রণয়নের মাধ্যমে কোনটি ঘটে?

  • আয় ও ব্যয় সমান হয়
  • মূলধন বৃদ্ধি পায়
  • আয়ের অতিরিক্ত ব্যয়ের কোনো সুযোগ থাকে না
  • আয়ের অতিরিক্ত ব্যয় হয়ে থাকে

৮. পারিবারিক বাজেটকে কার্যকরী করতে হলে কোনটি চিহ্নিত করতে হবে?

  • সম্ভাব্য আয়ের সকল উৎস
  • সম্ভাব্য ব্যয়ের খাত
  • পারিবারিক সম্পত্তি
  • সামাজিক মর্যাদা

৯. পারিবারিক বাজেট প্রস্তুতের পদক্ষেপ কয়টি?

  • ৮টি
  • ৭টি
  • ৬টি
  • ৫টি

১০. পারিবারিক বাজেট তৈরি হয়-

  • সম্ভাব্য আয়ের ভিত্তিতে
  • প্রকৃত আয়ের ভিত্তিতে
  • সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে
  • প্রকৃত আয় ও ব্যয়ের ভিত্তিতে