হিসাব-৩

হিসাব-৩

১. অফিস সাপ্লাইয়ের উদাহরণ কোনটি?

  • পেপার ওয়েট
  • কলম
  • কম্পিউটার
  • ফাইল কভার

২. ‘বাট্টা হিসাব’ সমীকরণ পদ্ধতিতে কোন হিসাব?

  • আয়-ব্যয় হিসাব
  • সম্পদ হিসাব
  • ব্যয় হিসাব
  • মালিকানাস্বত্ব হিসাব

৩. অগ্রিম প্রাপ্ত আয়ের অপর নাম কী?

  • বকেয়া আয়
  • অনুপার্জিত আয়
  • অনাদায়ী পাওনা
  • প্রাপ্য আয়

৪. হিসাব রাখা হয় না- i. পণ্যের নামে ii. মালের নামে iii. চেকের নামে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. সুজন মিয়া ৫ লক্ষ টাকা নিয়ে নতুন ব্যবসায় শুরু করলেন। এক্ষেত্রে তার মূলধন হিসাবে অন্তর্ভূক্ত হবে- i. ব্যবসায়ের প্রদত্ত অর্থ ii. মেশিন ক্রয় iii. বন্ধুর নিকট হতে ধারকৃত অর্থ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. অগ্রিম আয় হিসাব হলো- i. অগ্রিম উপভাড়া ii. অগ্রিম শিক্ষানবিশ সেলামি iii. অগ্রিম ভাড়া নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. মালিকানাস্বত্ব হিসাব কী প্রদর্শন করে?

  • Credit Balance
  • Debit Balance
  • Credit/Debit Balance
  • Both Debit and Credit Balance

৮. কখন সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়?

  • সম্পদ বৃদ্ধি পেলে
  • দায় হ্রাস পেলে
  • আয় হ্রাস পেলে
  • ব্যয় হ্রাস পেলে

৯. ক্রেডিট ব্যালেন্স সাধারণত কী নির্দেশ করে?

  • সম্পদ ও খরচ
  • সম্পদ ও দায়
  • আয় ও দায়
  • আয় ও ব্যয়

১০. কোন হিসাবে সর্বদা ডেবিট ব্যালেন্স হয়?

  • বিক্রয় হিসাব
  • মূলধন হিসাবে
  • নগদান হিসাবে
  • পাওনাদার হিসাবে