হিসাববিজ্ঞান পরিচিতি-২ ১. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব ফরিদ একজন মনিহারী দোকানদার। তার প্রতিষ্ঠানে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার লেনদেন সংঘটিত হয়। এ লেনদেনগুলো জনাব ফরিদ তার হিসাবের খাতায় লিপিবদ্ধ করেন। মাস শেষে তিনি লেনদেনের হিসাব নিকাশ করে মুনাফা নির্ণয় করেন। জনাব ফরিদ মাস শেষে মুনাফা নির্ণয় করলেন। এটি তার হিসাবরক্ষণের- i. উদ্দেশ্য ii. বৈশিষ্ট্য iii. প্রয়োজনীয়তা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. হিসাব সংরক্ষণের সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজনীয়তা অনুভব করেন কে? এফ ডব্লিউ পিক্সলি এফ ডব্লিউ টেলর লুকা প্যাসিওলি আর এন কার্টার ৩. ব্যবসা-বাণিজ্য বিস্তার লাভ করার কারণ কোনটি? মুদ্রার প্রচলন বিশ্বায়নের যুগ পবিনিময় প্রথার বিলোপসাধন হিসাববিজ্ঞানের ব্যবহার ৪. হিসাববিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়- i. অব্যবসায়ী প্রতিষ্ঠানে ii. মুনাফাভোগী প্রতিষ্ঠানে iii. অমুনাফাভোগী প্রতিষ্ঠানে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. কোনটি সুষ্ঠুভাবে সরকারের রাজস্ব আদায়ে সহায়ক ভূমিকা রাখে? হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা পরিকল্পনা হিসাব নিরীক্ষণ ৬. হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কোনটি? পাওনাদার নিরীক্ষক পরিচালক দেনাদার ৭. হিসাবরক্ষককে বিনিয়োগকারীদের নিকট নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে কোনটি প্রয়োজ্য? পণ্যের সঠিক গুণাগুণ বিনিয়োগকৃত অর্থের সঠিক ব্যবহার শ্রমিকদের সন্তুষ্টি অর্জন রাজস্ব পরিশোধ ৮. একটি ব্যবসায়ের হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী- i. ঋণ প্রদানকারী ii. সরকার iii. পাওনাদার নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. হিসাববিজ্ঞান ব্যবহার করে- i. মুনাফাভোগী প্রতিষ্ঠান ii. অমুনাফাভোগী প্রতিষ্ঠান iii. একমালিকানা ব্যবসায়ী নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. ব্যবসায়ের ভবিষ্যত পরিকল্পনা প্রণয়ন করেন- i. মালিক ii. ব্যবস্থাপক iii. কর কর্তৃপক্ষ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন