হিসাব-৬ ১. স্থায়ী সম্পদ হলো- i. আসবাবপত্র ii. যন্ত্রপাতি iii. মোটরগাড়ি নিচের কোনটি? i ও ii i ও iii ii ও ii i, ii ও iii ২. সাধারণ সঞ্চিতি হিসাবকে সমীকরণ পদ্ধতিতে কোন জাতীয় হিসাব বলা হয়? দায় সম্পর্কিত হিসাব মালিকানাস্বত্ব সম্পর্কিত হিসাব আয়-ব্যয়সংক্রান্ত হিসাব সম্পদ সম্পর্কিত হিসাব ৩. “ধারে পণ্য বিক্রয় ৩,০০০ টাকা।”-এর ফলে কারবারে কী ঘটবে? সম্পদ বৃদ্ধি এবং আয় বৃদ্ধি সম্পদ হ্রাস এবং আয় হ্রাস দায় বৃদ্ধি এবং আয় হ্রাস ব্যয় হ্রাস এবং আয় বৃদ্ধি ৪. দেনাদার হতে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু ছাড় দেওয়া হলে তাকে কী বলে? কারবারি বাট্টা প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা বিক্রয়বাট্টা ৫. কোনো প্রতিষ্ঠানের কাগজ, কলম, পেন্সিল, ফাইল কভার ইত্যাদি ক্রয় করা হলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়? অফিস সরঞ্জাম হিসাব ক্রয় হিসাব মনিহারি হিসাব অফিস সাপ্লাইজ হিসাব ৬. বিক্রীত পণ্য ফেরত আসলে কোন হিসাবে লিপিবদ্ধ করতে হয়? বহিঃফেরত হিসাবে আন্তঃফেরত হিসাবে বিক্রয় হিসাবে দেনাদার হিসাবে ৭. প্রাপ্য বিলে লিপিবদ্ধ হয়- i. বিলের অর্থ আদায় ii. বিল বাট্টাকরণ iii. বিল পরিশোধ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. নিচের তথ্যের ভিত্তিতে 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব জাহিদ ২০১৪ সালের ১ জানুয়ারি নগদ ২,০০,০০০ টাকা ও ২০,০০০ টাকার প্রাইজবণ্ড নিয়ে ব্যবসায় শুরু করেন। জানুয়ারি ১০ তারিখে জনাব সাজিদের নিকট হতে ২৫,০০০ টাকার পণ্য ক্রয় করেন। ৩১ জানুয়ারি কর্মচারীদের ৫,০০০ টাকা বেতন পরিশোধ করা হয়। 8. জনাব জাহিদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? ২,৪৫,০০০ টাকা ২,২০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ১,৮০,০০০ টাকা ৯. কর্মচারীদের বেতন ৫,০০০ টাকা প্রদান করলে হিসাব সমীকরণের- i. A উপাদান হ্রাস পাবে ii. L উপাদানের বৃদ্ধি পাবে iii. E উপাদানের হ্রাস ঘটবে নিচের কোনটি? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. কাপড় ব্যবসায়ী মালেক স্ত্রীর জন্যে নিজের দোকান হতে ৫,০০০ টাকা মূল্যের দুটি কাপড় নিয়ে গেল। এটি কোন হিসাবে অন্তর্ভুক্ত হবে? মুলধন হিসাব ঋণ হিসাব উত্তোলন হিসাব মনিহারি হিসাব কুইজ সমাপ্ত করুন