পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-১

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-১

১. পণ্য ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস কোনটি?

  • উৎপাদন
  • ব্যাংক
  • ণ্য বিক্রয়লব্ধ অর্থ
  • প্রাপ্ত কমিশন

২. যতি বিক্রিত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% মুনাফা করা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত?

  • ২০,০০০ টাকা
  • ২০,১০০ টাকা
  • ২৪,০০০ টাকা
  • ২৫,০০০ টাকা

৩. যদি লাভের হার বিক্রয় মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত?

  • ১,৬০,০০০ টাকা
  • ২,৪০,০০০ টাকা
  • ২,৫০,০০০ টাকা
  • ৩,০০,০০০ টাকা

৪. মি. রহমান একজন ছাতা প্রস্তুতকারক। তিনি ৫০০টি ছাতা তৈরি করতে ৫০,০০০ টাকা ব্যয় করেন। বিক্রয় মূল্যের ওপর ২০% মুনাফা অর্জন করতে চাইলে প্রতিটি ছাতার বিক্রয়মূল্য কত হবে?

  • ১১০ টাকা
  • ১২০ টাকা
  • ১২৫ টাকা
  • ১৩০ টাকা

৫. বিক্রয়মূল্যের উপর ৩৩% লাভ করলে ক্রয় মূল্যের ওপর কত % হবে?

  • ৪০৫
  • ৪৫%
  • ৪৭%
  • ৫০%

৬. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয়- i. বিশেষ প্যাকিং খরচ ii. কারবারি বাট্টা iii. বিমা খরচ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. Feasibility Study বলতে কী বোঝায়?

  • পড়াশোনায় নমনীয়ত
  • সুন্দর পড়াশোনা
  • সুন্দর জরিপ
  • প্রকল্পের সম্ভাব্যতা যাচাই

৮. পণ্যদ্রব্যের যথাযথ মূল্য নির্ধারণ না করার ফলে- i. ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে ii. ব্যবসায়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় iii. ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ বিনষ্ট হতে পারে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. ব্যবসায়িক প্রতিযোগিতায়টিকে থাকার জন্য প্রয়োজন হয়- i. সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. কোনটি বিক্রয় উপরিব্যয়?

  • টেলিফোন বিল
  • বিজ্ঞাপন
  • ডাক ও তার
  • অফিসের বেতন