পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-১ ১. পণ্য ক্রয়-বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস কোনটি? উৎপাদন ব্যাংক ণ্য বিক্রয়লব্ধ অর্থ প্রাপ্ত কমিশন ২. যতি বিক্রিত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% মুনাফা করা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? ২০,০০০ টাকা ২০,১০০ টাকা ২৪,০০০ টাকা ২৫,০০০ টাকা ৩. যদি লাভের হার বিক্রয় মূল্যের ওপর ২৫% হয় এবং উৎপাদন ব্যয় ১,২০,০০০ টাকা এবং মোট ব্যয় ১,৮০,০০০ টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কত? ১,৬০,০০০ টাকা ২,৪০,০০০ টাকা ২,৫০,০০০ টাকা ৩,০০,০০০ টাকা ৪. মি. রহমান একজন ছাতা প্রস্তুতকারক। তিনি ৫০০টি ছাতা তৈরি করতে ৫০,০০০ টাকা ব্যয় করেন। বিক্রয় মূল্যের ওপর ২০% মুনাফা অর্জন করতে চাইলে প্রতিটি ছাতার বিক্রয়মূল্য কত হবে? ১১০ টাকা ১২০ টাকা ১২৫ টাকা ১৩০ টাকা ৫. বিক্রয়মূল্যের উপর ৩৩% লাভ করলে ক্রয় মূল্যের ওপর কত % হবে? ৪০৫ ৪৫% ৪৭% ৫০% ৬. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয়- i. বিশেষ প্যাকিং খরচ ii. কারবারি বাট্টা iii. বিমা খরচ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. Feasibility Study বলতে কী বোঝায়? পড়াশোনায় নমনীয়ত সুন্দর পড়াশোনা সুন্দর জরিপ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই ৮. পণ্যদ্রব্যের যথাযথ মূল্য নির্ধারণ না করার ফলে- i. ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে ii. ব্যবসায়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় iii. ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ বিনষ্ট হতে পারে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. ব্যবসায়িক প্রতিযোগিতায়টিকে থাকার জন্য প্রয়োজন হয়- i. সঠিক উৎপাদন ব্যয় নির্ধারণ ii. সঠিক ক্রয়মূল্য নির্ধারণ iii. সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. কোনটি বিক্রয় উপরিব্যয়? টেলিফোন বিল বিজ্ঞাপন ডাক ও তার অফিসের বেতন কুইজ সমাপ্ত করুন