আর্থিক বিবরণী-৩ ১. কোন নীতিতে হিসাবরক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়? সামঞ্জস্যতা বস্তুনিষ্ঠতা রক্ষণশীলতা বকেয়া ধারণা ২. কোন নীতির কারণে হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করা হয়? রক্ষণশীলতার নীতি সামঞ্জস্যতার নীতি ক্রয়মূল্য নীতি হিসাবকাল ধারণা ৩. মি. সাজ্জাদ মোট মুনাফার ৪% কমিশন পান। কমিশন পূর্ববর্তী মুনাফা ৪,০০০ টাকা হলে, কমিশন কত? ১৫০.৮৫ টাকা ১৫৩.৮৫ টাকা ১৬০ টাকা ১৬৭ টাকা ৪. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি প্রস্তুত করা হয়? কার্যপত্র রেওয়ামিল সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা ৫. রেওয়ামিলে দেনাদার ৩৫,০০০ টাকা, সমন্বয়ে কুঋণ ৩০০০ টাকা এবং কৃ-ঋন সঞ্চিতি ৫৳ ধার্য করতে বললে নিট দেনাদার কত হবে? ৩২,০০০ টাকা ৩১,৭৫০ টাকা ৩১২,২৫০ টাকা ৩০,৪০০ টাকা ৬. হিসাবকালের কখন সমাপনী মজুদ পণ্য গণনা করা হয়? শুরুতে মাঝামাঝি সময়ে শেষে শেষ মাসের শুরুতে ৭. নতুন কুঋণ ৩,০০০ টাকা, বিবিধ দেনাদার ২০,০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত? ৮৫০ টাকা ৯৫০ টাকা ১,০০০ টাকা ১,১৫০ টাকা ৮. করিমের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। ব্যবসায়ে সম্পদের পরিমাণ ২০,০০০ টাকা হলে দায় কত? ১২,০০০ টাকা ৮,০০০ টাকা ৩২,০০০ টাকা ২০,০০০ টাকা ৯. অভিকর কোন জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় মূলধন জাতীয় বিলম্বিত মুনাফা জাতীয় মূলধনায়িত ১০. কোনটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা প্রকাশ করে? তারল্য অনুপাত চলতি অনুপাত দায়-মালিকানা অনুপাত নিট মুনাফা অনুপাত কুইজ সমাপ্ত করুন