আর্থিক বিবরণী-৩

আর্থিক বিবরণী-৩

১. কোন নীতিতে হিসাবরক্ষকের জ্ঞান, অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়?

  • সামঞ্জস্যতা
  • বস্তুনিষ্ঠতা
  • রক্ষণশীলতা
  • বকেয়া ধারণা

২. কোন নীতির কারণে হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছরে একই পদ্ধতি অনুসরণ করা হয়?

  • রক্ষণশীলতার নীতি
  • সামঞ্জস্যতার নীতি
  • ক্রয়মূল্য নীতি
  • হিসাবকাল ধারণা

৩. মি. সাজ্জাদ মোট মুনাফার ৪% কমিশন পান। কমিশন পূর্ববর্তী মুনাফা ৪,০০০ টাকা হলে, কমিশন কত?

  • ১৫০.৮৫ টাকা
  • ১৫৩.৮৫ টাকা
  • ১৬০ টাকা
  • ১৬৭ টাকা

৪. আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি প্রস্তুত করা হয়?

  • কার্যপত্র
  • রেওয়ামিল
  • সমন্বয় দাখিলা
  • সমাপনী দাখিলা

৫. রেওয়ামিলে দেনাদার ৩৫,০০০ টাকা, সমন্বয়ে কুঋণ ৩০০০ টাকা এবং কৃ-ঋন সঞ্চিতি ৫৳ ধার্য করতে বললে নিট দেনাদার কত হবে?

  • ৩২,০০০ টাকা
  • ৩১,৭৫০ টাকা
  • ৩১২,২৫০ টাকা
  • ৩০,৪০০ টাকা

৬. হিসাবকালের কখন সমাপনী মজুদ পণ্য গণনা করা হয়?

  • শুরুতে
  • মাঝামাঝি সময়ে
  • শেষে
  • শেষ মাসের শুরুতে

৭. নতুন কুঋণ ৩,০০০ টাকা, বিবিধ দেনাদার ২০,০০০ টাকা, ৫% হারে কুঋণ সঞ্চিতি রাখা হলে কুঋণ সঞ্চিতির পরিমাণ কত?

  • ৮৫০ টাকা
  • ৯৫০ টাকা
  • ১,০০০ টাকা
  • ১,১৫০ টাকা

৮. করিমের স্বত্বাধিকার ১২,০০০ টাকা। ব্যবসায়ে সম্পদের পরিমাণ ২০,০০০ টাকা হলে দায় কত?

  • ১২,০০০ টাকা
  • ৮,০০০ টাকা
  • ৩২,০০০ টাকা
  • ২০,০০০ টাকা

৯. অভিকর কোন জাতীয় ব্যয়?

  • মুনাফা জাতীয়
  • মূলধন জাতীয়
  • বিলম্বিত মুনাফা জাতীয়
  • মূলধনায়িত

১০. কোনটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা প্রকাশ করে?

  • তারল্য অনুপাত
  • চলতি অনুপাত
  • দায়-মালিকানা অনুপাত
  • নিট মুনাফা অনুপাত