রেওয়ামিল-৭

রেওয়ামিল-৭

১. রেওয়ামিলে মূলধন না থাকলে ক্রেডিট দিকে গরমিল উদ্বৃত্তকে অনিশ্চিত হিসাব না লিখে মূলধন হিসাব লিখার কারণ কী?

  • রেওয়ামিলে অনিশ্চিত হিসাব লিখা যায় না
  • মূলধন কমে যাওয়ার কারণে
  • মূলধন ডেবিট দিকে থাকার কারণে
  • প্রতিটি প্রতিষ্ঠানেই মূলধন থাকে

২. প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত থাকে- i. সমাপনী হাতে নগদের মধ্যে ii. সমাপনী ব্যাংক ব্যালেন্সর মধ্যে iii. সমাপনী মজুদ পণ্যের মধ্যে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

৩. সম্ভাব্য দায় ও সম্ভাব্য সম্পদ রেওয়ামিলের-

  • ডেবিট দিকে বসে
  • ক্রেডিট দিকে বসে
  • উভয় দিকে বসে
  • কোন দিকেই বসে না

৪. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়বে?

  • হিসাবের নাম না লিখলে
  • খতিয়ান পৃষ্ঠা বাদ পড়লে
  • খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে
  • নীতিগত ভুল হলে

৫. খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তর করা না হলে এ ধরনের ভুলকে কী বলে?

  • বাদ পড়ার ভুল
  • লেখার ভুল
  • টাকার অঙ্কে ভুল
  • উদ্বৃত্ত নির্ণয়ে ভুল

৬. কোন ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে না?

  • বাদ পড়ার ভুল
  • লেখার ভুল ও বাদ পড়ার ভুল
  • নীতিগত ভুল ও পরিপূরক ভুল
  • বাদ পড়ার ভুল, লেখার ভুল, নীতিগত ভুল ও পরিপূরক ভুল

৭. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?

  • নীতিগত ভুল
  • টাকার অঙ্কের ভুল
  • খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল
  • খতিয়ানের উদ্বৃত্ত রেওয়ামিলে স্থানান্তরের ভুল

৮. কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না?

  • রেওয়ামিলে যোগফল নির্ণয়ে ভুল হলে
  • খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে
  • কোনো ব্যালেন্স রেওয়ামিলে স্থানান্তরিত না হলে
  • কোনো লেনদেন সম্পূর্ণভাবে বাদ পড়লে

৯. ৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে, এটা কোন ধরনের ভুল?

  • লেখার ভুল
  • নীতিগত ভুল
  • ইচ্ছাকৃত ভুল
  • পরিপূরক ভুল

১০. করণিক ভুলের কারণে- i. রেওয়ামিলের অমিল হয় ii. রেওয়ামিল মিলে যায় iii. উদ্বৃত্ত প্রভাবিত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii