জাবেদা-৩ ১. ‘ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন’ সাধারণ জাবেদায় কী হবে? উত্তোলন, ডেঃ নগদ ক্রেঃ উত্তোলন ডেঃ, ব্যাংক ক্রেঃ নগদ ডেঃ, ব্যাংক ক্রেঃ ব্যাংক ডেঃ, নগদ ক্রেঃ ২. ‘এক বছরের অগ্রিম বীমা প্রদান’ জাবেদা হবে কোনটি? অগ্রীম বিমা হি: Dr, নগদান হি: Cr. নগদান হি: Dr. অগ্রীম বিমা হি: Cr. ব্যাংক হি: Dr. বিমা হি: Cr. ববিমা হি: Dr. নগদান হি: Cr. ৩. ফাইল কেবিনেট ক্রয় ১০,০০০ টাকা। জাবেদায় ডেবিট হবে কোনটি? অফিস সরঞ্জাম হিসাব অফিস সাপ্লাইজ হিসাব অফিস সম্ভার হিসাব আসবাবপত্র হিসাব ৪. মালিক কর্তৃক সরবরাহকৃত ৫০,০০০ টাকা দ্বারা পণ্য ক্রয় করা হলো। এখানো কোন শ্রেণির হিসাবের সৃষ্টি হয়েছে? আয় ও ব্যয় ব্যয় ও বহির্দায় ব্যয় ও অন্তঃর্দায় মালিকানাস্বত্ব ও সম্পদ ৫. ব্যাংক ঋণ গ্রহণ করলে ব্যবসায়ে কি বৃদ্ধি পাবে? চলতি দায় স্বত্বাধিকার দীর্ঘমেয়াদী দায় নগদ অর্থ ও দায় ৬. জনাব পুলক নগদ ২৫,০০০ টাকা নিজ তহবিল হতে এবং ১৫,০০০ টাকা ঋণ নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। মূলধন হিসাবে ক্রেডিট হবে কত টাকা? ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা ২৫,০০০ টাকা ৪০,০০০ টাকা ৭. ১০% বাট্টায় পণ্য ক্রয় ৫,০০০ টাকা। এক্ষেত্রে কোন বাট্টা জড়িত? নগদ বাট্টা কারবারি বাট্টা প্রদত্ত বাট্টা প্রাপ্ত বাট্টা ৮. নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করলে ক্রেডিট হবে কোন হিসাবটি? প্রদেয় নোট হিসাব ঋণ হিসাব নগদান হিসাব ব্যাংক হিসাব ৯. ‘১০% কারবারী বাট্টা বাদে ক্রয়ের পরিমাণ ৯০০ টাকা।’ এক্ষেত্রে বাট্টার পরিমাণ কত? ৯০ টাকা ৯৯ টাকা ১০০ টাকা ১১০ টাকা ১০. বাট্টার মাধ্যমে- i. ক্রয় ও বিক্রয় বৃদ্ধি পায় ii. দেনা-পাওনার দ্রুত নিষ্পত্তি হয় iii. দেনাদার ও পাওনাদার বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন