আর্থিক বিবরণী-৮ ১. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি? ট্রেডমার্ক যন্ত্রপাতি নগদ টাকা মজুদ পণ্য ২. চলতি সম্পদ কোনটি? অব্যবহৃত মনিহারি পাওনাদার বকেয়া বেতন ইজারা সম্পদ ৩. কোনটি মালিকানাস্বত্ব? মূলধন ব্যাংক জমাতিরিক্ত প্রদয়ে বিল পাওনাদার ৪. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়? সমতার নীতি রক্ষণশীলতার নীতি স্বচ্ছতার নীতি দক্ষতার নীতি ৫. “সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা” রক্ষণশীলতার নীতি ব্যবসায়িক সত্তা নীতি চলমান প্রতিষ্ঠান নীতি দ্বৈতসত্তার নীতি ৬. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়- ব্যবসায়িক স্বত্বা নীতির আলোকে চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী রক্ষণশীলতার নীতি অনুযায়ী হিসাবকাল ধারণা অনুযায়ী ৭. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই? ব্যবসায়িক নীতি চলমান নীতি হিসাবকাল নীতি বকেয়া ধারণা নীতি ৮. অগ্রীম প্রদত্ত বেতন কোন ধারণা অনুযায়ী আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়? রক্ষণশীলতার নীতি ক্রয়মূল্য নীতি সামঞ্জস্যতার নীতি বকেয়া ধারণা নীতি ৯. হিসাবকাল ধারণা অনুযায়ী কোন হিসাব আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে? আসবাবপত্র ক্রয় বকেয়া মজুরি বিনিয়োগের বকেয়া সুদ অগ্রীম প্রদত্ত বিমা সেলামি ১০. কোন নীতির অনুপস্থিতিতে অবচয় ধায অর্থহীন? চলমান প্রতিষ্ঠান ব্যবসায়িক স্বত্বা রক্ষণশীলতা হিসাবকাল কুইজ সমাপ্ত করুন