আর্থিক বিবরণী-৮

আর্থিক বিবরণী-৮

১. কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?

  • ট্রেডমার্ক
  • যন্ত্রপাতি
  • নগদ টাকা
  • মজুদ পণ্য

২. চলতি সম্পদ কোনটি?

  • অব্যবহৃত মনিহারি
  • পাওনাদার
  • বকেয়া বেতন
  • ইজারা সম্পদ

৩. কোনটি মালিকানাস্বত্ব?

  • মূলধন
  • ব্যাংক জমাতিরিক্ত
  • প্রদয়ে বিল
  • পাওনাদার

৪. হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ধারণে ক্রয়মূল্য ও বাজারমূল্যের মধ্যে যেটি কম সেটি ধরা হয়?

  • সমতার নীতি
  • রক্ষণশীলতার নীতি
  • স্বচ্ছতার নীতি
  • দক্ষতার নীতি

৫. “সম্ভাব্য সকল প্রকার ক্ষতি ও ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য আয়কে হিসাবভুক্ত না করা”

  • রক্ষণশীলতার নীতি
  • ব্যবসায়িক সত্তা নীতি
  • চলমান প্রতিষ্ঠান নীতি
  • দ্বৈতসত্তার নীতি

৬. বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়-

  • ব্যবসায়িক স্বত্বা নীতির আলোকে
  • চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী
  • রক্ষণশীলতার নীতি অনুযায়ী
  • হিসাবকাল ধারণা অনুযায়ী

৭. কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই?

  • ব্যবসায়িক নীতি
  • চলমান নীতি
  • হিসাবকাল নীতি
  • বকেয়া ধারণা নীতি

৮. অগ্রীম প্রদত্ত বেতন কোন ধারণা অনুযায়ী আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে দেখাতে হয়?

  • রক্ষণশীলতার নীতি
  • ক্রয়মূল্য নীতি
  • সামঞ্জস্যতার নীতি
  • বকেয়া ধারণা নীতি

৯. হিসাবকাল ধারণা অনুযায়ী কোন হিসাব আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে?

  • আসবাবপত্র ক্রয়
  • বকেয়া মজুরি
  • বিনিয়োগের বকেয়া সুদ
  • অগ্রীম প্রদত্ত বিমা সেলামি

১০. কোন নীতির অনুপস্থিতিতে অবচয় ধায অর্থহীন?

  • চলমান প্রতিষ্ঠান
  • ব্যবসায়িক স্বত্বা
  • রক্ষণশীলতা
  • হিসাবকাল