হিসাব-২ ১. প্রণ্য বিল কোন জাতীয় হিসাব? দায় হিসাব সম্পদ হিসাব আয় হিসাব মালিকানাস্বত্ব হিসাব ২. প্রারম্ভিক মজুদ কোন জাতীয় হিসাব? ব্যয় হিসাব দায় হিসাব আয় হিসাব সম্পদ হিসাব ৩. ব্যাংক থেকে ঋণ নিলে প্রতিষ্ঠান কোনটি বৃদ্ধি পায়? আয় ব্যয় দায় মালিকানাস্বত্ব ৪. কোনটি স্বতাধিকারের হ্রাস ঘটায়? ব্যয় বা ক্ষতি আয় দায় আয় বা লাভ ৫. মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ের ঋণ পরিশোধ ৫,০০০ টাকা। এর ফলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে? L বৃদ্ধি ও E হ্রাস L হ্রাস ও A হ্রাস L হ্রাস ও E বৃদ্ধি L বৃদ্ধি ও A হ্রাস ৬. বিক্রয় ফেরত কোন জাতীয় হিসাব? দায় হিসাব সম্পদ হিসাব আয় হিসাব ব্যয় হিসাব ৭. কোনটি মালিকানাস্বত্ব হিসাব? আয় ব্যয় পাওনাদার উত্তোলন ৮. মালিকানাস্বত্ব হিসাব হলো- i. উত্তোলন হিসাব ii. মূলধন হিসাচব iii. সাধারণ সঞ্চিতি হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. দায় হিসাব- i. অবচয় হিসাব ii. অগ্রিম প্রাপ্ত কমিশন হিসাব iii. ঋণ হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. প্রতিষ্ঠানের অর্থ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হলে তা- i. সম্পদ হিসেবে ধরা হয় ii. চলতি সম্পদ গণ্য হয় iii. স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন