মূলধন ও মুনাফাজাতীয় লেনদেন-৪ ১. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? দুই ভাগে তিন ভাগে চার ভাগে পাঁচ ভাগে ২. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে? মূলধনজাতীয় লেনদেন মুনাফাজাতীয় লেনদেন সম্পত্তিবাচক লেনদেন আয়ব্যয় লেনদেন ৩. যে খরচের ফলাফল সংশ্লিষ্ট হিসাবকালে শেষ হয়ে যায় তাকে বলে- মূলধনজাতীয় খরচ মুনাফাজাতীয় খরচ মোট খরচ নিট খরচ ৪. মুনাফাজাতীয় লেনদেনের ক্ষেত্রে- i. স্বল্পমেয়াদি সুবিধা পাওয়া যায় ii. টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় হয় iii. নিয়মিত সংঘটিত হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. মূলধনজাতীয় লেনদেন কম্পিউটার ক্রয় পণ্য ক্রয় বেতন প্রদান ভাড়া প্রদান ৬. মূলধনজাতীয় লেনদেন- i. দীর্ঘমেয়াদি সুবিধা দেয় ii. অধিক টাকায় সংঘটিত হয় iii. অনিয়মিতভাবে সংঘটিত হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. নিচের অনু্চ্ছেদটি পড়ে 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও: মি. আকাশ একজন ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের জন্য ৫০,০০০ টাকা দিয়ে একটি পুরাতন মোটারগাড়ি ক্রয় করেন। এটিকে ব্যবহারোপযোগী করতে ৬,০০০ টাকা খরচ হলো। 7. মি. আকাশের প্রথম জানতে হবে- লেনদেনের প্রকৃতি সম্পর্কে লেনদেনের আকার সম্পর্কে রেওয়ামিল সম্পর্কে জাবেদা সম্পর্কে ৮. গাড়িটি ব্যবহারোপযোগী করতে যে ৬,০০০ টাকা ব্যয় হলো তা হচ্ছে মূলধনজাতীয় ব্যয় বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় মূলধনায়িত ব্যয় মুনাফাজাতীয় ব্যয় ৯. নিচের উদ্ধৃতিটুকু পড়ে 9 ও 10 নম্বর প্রশ্নের উত্তর দাও: ২০১০ সালের ১ জানুয়ারি জনাব প্লাবন বৌমিক তাঁর ব্যবসায়ের জন্য ৪০,০০০ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করলেন এবং যন্ত্রটি সংস্থাপন বাবদ ৫,০০০ টাকা ব্যয় করলেন। যন্ত্রটি তিনি ২০১৩ সালে ২৫,০০০ টাকায় বিক্রয় করেন; এ সময় যন্ত্রটির মূল্য অবচয় বাদ দেওয়ার পর ছিল ২৪,০০০ টাকা। 9. প্লাবন ভৌমিকের ব্যয়িত ৪৫,০০০ টাকা গণ্য হবে- মূলধনজাতীয় ব্যয় মুনাফাজাতীয় ব্যয় বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয় মূলধনজাতীয় ব্যয় ১০. চার বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অবচয় হয়েছে? ১৫,০০০ টাকা ১৬,০০০ টাকা ২০,০০০ টাকা ২১,০০০ টাকা কুইজ সমাপ্ত করুন