পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৪ ১. পণ্যদ্রব্যের যথাযথ মূল্য নির্ধারণ না করার ফলে- i. ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে ii. ব্যবসায়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় iii. ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ বিনষ্ট হতে পারে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের কোন বিষয়টি বেশি জরুরি? ডিজাইন অধিক লাভে পণ্য বিক্রয় মূল্য কমানো সঠিক মূল্য নির্ধারণ ৩. কারবারের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে- i. পণ্যের বিক্রয় খরচ ii. পণ্যের মোট ব্যয় iii. পণ্যের বিক্রয়মূল্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. ক্রয়কৃত পণ্যের দামের সাথে সরাসরি জড়িত খরচসমূহ যোগ করে কোনটি পাওয়া যায়? বিক্রয়মূল্য মুখ্য ব্যয় ক্রয়মূল্য মোট ব্যয় ৫. নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও: প্রারম্ভিক কাঁচামাল ৫০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ২৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ১০,০০০ টাকা, উৎপাদন মজুরি ২,০০০ টাকা, নতুন কাঁচামাল ক্রয় ২৫,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামালে পরিমাণ কত? ৭৫,০০০ টাকা ৫০,০০০ টাকা ৩৭,০০০ টাকা ৬২,০০০ টাকা ৬. মুখ্য ব্যয়ের পরিমাণ কত? ৬২,০০০ টাকা ৭৭,০০০ টাকা ৮৭,০০০ টাকা ৫০,০০০ টাকা ৭. ক্রীত পণ্যের মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়? প্রত্যক্ষ খরচসমূহ পরোক্ষ খরচসমূহ মুনাফা পরোক্ষ খরচসমূহ ও মুনাফা ৮. প্রকৃত অর্থে পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝায়? পণ্যের প্রকৃত দাম ও অন্যান্য খরচ পণ্যের প্রকৃত দাম ও ক্রয়সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সমষ্টি পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ পণ্য ক্রয় ও বিক্রয়সংক্রান্ত খরচের সমষ্টি ৯. প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত হলো- i. আমদানি শুল্ক ii. জ্বালানী খরচ iii. দপ্তর খরচ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয়- i. বিশেষ প্যাকিং খরচ ii. কারবারি বাট্টা iii. বিমা খরচ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন