পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৪

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৪

১. পণ্যদ্রব্যের যথাযথ মূল্য নির্ধারণ না করার ফলে- i. ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা থাকে ii. ব্যবসায়ে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় iii. ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ বিনষ্ট হতে পারে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের কোন বিষয়টি বেশি জরুরি?

  • ডিজাইন
  • অধিক লাভে পণ্য বিক্রয়
  • মূল্য কমানো
  • সঠিক মূল্য নির্ধারণ

৩. কারবারের প্রকৃত ফলাফল তৈরিতে সহায়তা করে- i. পণ্যের বিক্রয় খরচ ii. পণ্যের মোট ব্যয় iii. পণ্যের বিক্রয়মূল্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. ক্রয়কৃত পণ্যের দামের সাথে সরাসরি জড়িত খরচসমূহ যোগ করে কোনটি পাওয়া যায়?

  • বিক্রয়মূল্য
  • মুখ্য ব্যয়
  • ক্রয়মূল্য
  • মোট ব্যয়

৫. নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও: প্রারম্ভিক কাঁচামাল ৫০,০০০ টাকা, সমাপনী কাঁচামাল ২৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরী ১০,০০০ টাকা, উৎপাদন মজুরি ২,০০০ টাকা, নতুন কাঁচামাল ক্রয় ২৫,০০০ টাকা। ব্যবহৃত কাঁচামালে পরিমাণ কত?

  • ৭৫,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা
  • ৩৭,০০০ টাকা
  • ৬২,০০০ টাকা

৬. মুখ্য ব্যয়ের পরিমাণ কত?

  • ৬২,০০০ টাকা
  • ৭৭,০০০ টাকা
  • ৮৭,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা

৭. ক্রীত পণ্যের মোট ব্যয়ের সাথে কোনটি যোগ করে বিক্রয় মূল্য নির্ণয় করা হয়?

  • প্রত্যক্ষ খরচসমূহ
  • পরোক্ষ খরচসমূহ
  • মুনাফা
  • পরোক্ষ খরচসমূহ ও মুনাফা

৮. প্রকৃত অর্থে পণ্যের ক্রয়মূল্য বলতে কী বোঝায়?

  • পণ্যের প্রকৃত দাম ও অন্যান্য খরচ
  • পণ্যের প্রকৃত দাম ও ক্রয়সংক্রান্ত প্রত্যক্ষ খরচের সমষ্টি
  • পণ্যের ক্রয়মূল্য ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচ
  • পণ্য ক্রয় ও বিক্রয়সংক্রান্ত খরচের সমষ্টি

৯. প্রত্যক্ষ খরচের অন্তর্ভুক্ত হলো- i. আমদানি শুল্ক ii. জ্বালানী খরচ iii. দপ্তর খরচ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. পণ্যের ক্রয়মূল্য নির্ণয়ে যোগ হয়- i. বিশেষ প্যাকিং খরচ ii. কারবারি বাট্টা iii. বিমা খরচ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii