পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক উদ্যোগের হিসাব-২ ১. দুগ্ধ খামার প্রকল্পে কোনটি প্রতিপালন ব্যয়? গাভি ক্রয় বাছুর ক্রয় খড় ও ঘাস ক্রয় গোবর বিক্রয় ২. পারিবারিক বাজেট প্রণয়নে কোন কাজটি অনুচিত? সম্ভাব্য আয় নিরুপণ আয়-ব্যয়ের সমতারক্ষণ সম্ভাব্য ব্যয় নিরুপণ সম্ভাব্য আয়ের হিসাবকরণ ৩. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: বছরের শুরুতে জনাব সাইফের পরিবারের সম্পদ ১,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৮০,০০০ টাকা এবং হাতে নগদ ২০,০০০ টাকা রয়েছে। তিনি এ বছরেই ৩০,০০০ টাকা টাকা ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিলেন। জনাব সাইফের পারিবারিক তহবিলের পরিমাণ কত? ৪০,০০০ টাকা ৭০,০০০ টাকা ৮০,০০০ টাকা ১,০০,০০০ টাকা ৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: বছরের শুরুতে জনাব সাইফের পরিবারের সম্পদ ১,০০,০০০ টাকা, ব্যাংক ঋণ ৮০,০০০ টাকা এবং হাতে নগদ ২০,০০০ টাকা রয়েছে। তিনি এ বছরেই ৩০,০০০ টাকা টাকা ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিলেন। পারিবারিক স্বাভাবিক আয় হিসেবে পণ্য করা হয় না কোনটি? মুনাফা জাতীয় আয় মুলধন জাতীয় আয় বিবিধ আয় বেতন থেকে আয় ৫. মি. রাতুলের বাৎসরিক আয় ১,৮০,০০০ টাকা। তার আনুমানিক যানবাহন খরচ কত টাকা? ৯০০০-১৮০০০ ১৮০০০-২৭০০০ ২৭০০০-৩৬০০০ ৫৪০০০-৬২০০০ ৬. পরিবারে কোন খাতে সবচেয়ে বেশি ব্যয় করা হয়? খাদ্য খাতে বাসস্থান খাতে শিক্ষা খাতে বস্ত্র খাতে ৭. “পারিবারিক তহলিব” আর্থিক বিবরণীতে কী হিসেবে দেখানো হয়? সম্পদ দায় আয় ব্যয় ৮. কোনটি পারিবারিক তহবিলকে হ্রাস করে? আয় উদ্বৃত্ত বিনিয়োগ ঘাটতি ঋণ গ্রহণ ৯. আর্থিক বিবরণীতে পারিবারিক তহবিলের সাথে- i. আয় উদ্বৃত্ত যোগ করা হয় ii. ঘাটতি বিয়োগ করা হয় iii. ঋণ অন্তভূক্ত করা হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. পারিবারিক আর্থিক বিবরণীতে আয়-ব্যয় বিবরণী প্রস্তুতের মূখ্য উদ্দেশ্য হলো- i. আয়ের উদ্বৃত্ত নির্ণয় ii. ঘাটতি নির্র্ণয় iii. সমাপনি নগদ উদ্বৃত্ত নির্ণয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১১. পারিবারিক তহবিল প্রভাবিত হয়- i. আয় উদ্বৃত্ত দ্বারা ii. আয়ের ঘাটতি দ্বারা iii. মূলধন জাতীয় ব্যয় দ্বারা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১২. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি? অধিক শিক্ষা অধিক অর্থ শ্রম অধিখ শ্রমিক ১৩. কোনটি আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয়- মাছ চাষের জন্য পুকুর ইজারা খরচ হাঁস-মুরগির চিকিৎসা খরচ দুগ্ধ খামারের গরুর খাবার খরচ প্রকল্পের পাহারাদারের মজুরি ১৪. আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন কোনটি? অধিক শিক্ষা অধিক অর্থ শ্রম অধিক শ্রমিক ১৫. পরিবারের সম্পদ বৃদ্ধি হয় কীসের মাধ্যমে? মুনাফা জাতীয় ব্যয় দ্বারা মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় দ্বারা মূলধন জাতীয় ব্যয় দ্বারা পারিবারিক ব্যয় দ্বারা ১৬. কোনটির ওপর আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের সফলতা নির্ভরশীল? নির্ভূল হিসাবরক্ষণ প্রকল্প বিশ্লেষণ সঠিক আয়-ব্যয় নির্ধারণ সংগৃহীত মূলধন ১৭. আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অনিয়মিত ব্যয় কোনটি? মাছের খাবার ক্রয়ের খরচ হাঁস-মুরগির চিকিৎসা খরচ দুগ্ধ খামার নির্মাণের খরচ প্রকল্পের পাহারাদারের মজুরি ১৮. পারিবারিক আর্থিক বিবরণীর ক্ষেত্রে প্রস্তুত করতে হয়- i. আয়-ব্যয় হিসাব ii. আর্থিক অবস্থার বিবরণী iii. আয়-বিবরণী নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১৯. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি জনাব আসিফের দেনার পরিমাণ কত? ৬০,০০০ টাকা ৫০,০০০ টাকা ১,০০,০০০ টাকা ১,৫০,০০০ টাকা ২০. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ৫০,০০০ টাকা, গহনা ৫০,০০০ টাকা এবং ঋণ ৬০,০০০ টাকা। জানুয়ারি ২০১১ তারিখে তার পারিবারিক তহবিল কত? ১,০০,০০০ টাকা ১,৪০,০০০ টাকা ২,০০,০০০ টাকা ২,৬০,০০০ টাকা কুইজ সমাপ্ত করুন