জাবেদা-৪

জাবেদা-৪

১. লেনদেনগুলো প্রথমে লেখা হয়-

  • বিশদ আয় বিবরণীতে
  • আর্থিক বিবরণীতে
  • খতিয়ানে
  • জাবেদায়

২. জাবেদাকে বলা হয়-

  • হিসাবের পাকা বই
  • হিসাবের প্রাথমিক বই
  • হিসাবের চুড়ান্ত বই
  • লেনদেনের সপক্ষে দলিল

৩. জাবেদাকে হিসাবের সহকারী বই বলার কারণ-

  • হিসাবের পাকা বই হলো খতিয়ান
  • জাবেদা খতিয়ানের সহকারী বই
  • লেনদেনগুলো জাবেদায় সংক্ষিপ্তাকারে লেখা হয়
  • জাবেদার সাহায্যে লেনদেন হিসাবভুক্ত করা হয়

৪. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?

  • জাবেদা বই
  • খতিয়ান বই
  • নগদান বই
  • রেওয়ামিল

৫. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?

  • মাসিক
  • বাৎসরিক
  • সাপ্তাহিক
  • দৈনিক

৬. জাবেদার বিকল্প নাম কী?

  • শনাক্তকরণ
  • লিপিবদ্ধকরণ
  • শ্রেণিবদ্ধকরণ
  • সংক্ষিপ্তকরণ

৭. জার্নাল শব্দের জার’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?

  • ইতালি
  • ফরাসি
  • গ্রিক
  • ফারসি

৮. জাবেদায় দাখিলা প্রণয়ন করা হয় কখন?

  • লেনদেনের চুক্তি হওয়ার সাথে সাথে
  • পণ্য বা সেবা সরবরাহের ফরমায়েশ পাওয়ার সাথে সাথে
  • পণ্যদ্রব্য সরবরাহ করার পর
  • লেনদেনের সপক্ষে প্রমাণপত্র বা উৎস দলিল পাওয়ার সাথে সাথে

৯. জাবেদাভুক্তিকালে প্রধান কাজ হলো-

  • লেনদেনগুলোকে তারিখের ক্রমানুযায়ী সাজানো
  • লেনদেনের প্রতিটি দাখিলা প্রদান করা
  • প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করা।
  • লেনদেনের কারণ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া

১০. জাবেদা হতে কোন বিষয়ের প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়?

  • হিসাবের
  • দ্বৈতসত্তার
  • খতিয়ানের
  • মুনাফাজাতীয় আয়