লেনদেন-৩

লেনদেন-৩

১. ব্যবসায়ী আতিক যদি ক্রয়কৃত পণ্য ফেরত দিতে চান তবে তাকে কোনটি প্রস্তুত করতে হবে?

  • চালান
  • ক্যাশমেমো
  • ডেবিট নোট
  • ক্রেডিট নোট

২. ক্রেডিট ভাউচারে কয় জনের স্বাক্ষর থাকে?

  • একজন
  • দুইজন
  • তিনজন
  • চারজন

৩. ক্যাশমেমোর মূল কপি কাকে দেয়া হয়?

  • মালিককে
  • পাওনাদারকে
  • বিক্রেতাকে
  • ক্রেতাকে

৪. ক্রেডিট নোটের সাহায্যে কোনটি লেখা হয়?

  • ক্রয় ফেরত জাবেদা
  • ক্রয় জাবেদা
  • বিক্রয় ফেরত জাবেদা
  • বিক্রয় জাবেদা

৫. ভাউচার কী?

  • লেনদেনের প্রমাণপত্র
  • হস্তান্তরযোগ্য দলিল
  • অনগদ লেনদেনে ব্যবহৃত দলিল
  • ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল

৬. পাওনালিপি কার নিকট প্রেরণ করা হয়?

  • ক্রেতার নিকট
  • বিক্রেতার নিকট
  • ক্যাশিয়ারের নিকট
  • হিসাবরক্ষকের নিকট

৭. ডেবিট নোট তৈরি করা হয়- i. পণ্য ক্রয়ের জন্য ii. বিক্রেতাকে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য iii. ক্রয় ফেরতের জন্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. ক্যাশমেমো তিন কপির মধ্যে- i. মূল কপি বিক্রেতার কাছে থাকে ii. মূল কপি ক্রেতাকে দেয়া হয় iii. অবশিষ্ট কপিগুলো বিক্রেতার নিকট থাকে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. জনাব সাইদুর রহমান ১,০০০ টি পণ্য প্রতিটি ২০ টাকা দরে বিক্রয় করলেন। তিনি ৫% কারবারি বাট্টা দিলেন এক্ষেত্রে চালান বহিতে মোট কত টাকা লিপিবদ্ধ হবে?

  • ২০,০০০ টাকা
  • ২১,০০০ টাকা
  • ১৯,০০০ টাকা
  • ১,০০০ টাকা

১০. ব্যবসায়ে মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় –

  • সম্পদ
  • দায়
  • মূলধন
  • খরচ