আর্থিক বিবরণী-৬

আর্থিক বিবরণী-৬

১. পণ্য ক্রয়-বিক্রয় করে না কোন ধরনের প্রতিষ্ঠান?

  • সাধারণ ব্যবসায় প্রতিষ্ঠান
  • একমালিকানা প্রতিষ্ঠান
  • সেবা প্রদানকারী প্রতিষ্ঠান
  • উৎপাদনকারী প্রতিষ্ঠান

২. সেবাদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • আয়-ব্যয়=নিট মুনাফা
  • আয়-ব্যয়-নীট ক্ষতি
  • আয়-ব্যয়-মোট মুনাফা
  • আয়-ব্যয়=মোট ক্ষতি

৩. সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য সঠিক- i. পণ্য ক্রয়-বিক্রয় করে না ii. সেবা প্রদান করে iii. মুনাফা অর্জন করে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. বিক্রীত পণ্যের ব্যয়’ নির্ণয় করা যায় কোনটির মাধ্যমে?

  • প্রারম্ভিক মজুদ পণ্য + নিট- সমাপনী মজুদ পণ্য
  • (মোট বিক্রয়-মোট ক্রয়) + সমাপনী মজুদ পণ্য
  • প্রারম্ভিক মজুদ পণ্য + (নিট ক্রয় + ক্রয়সংক্রান্ত খরচ)–সমাপনী মজুদ পণ্য
  • (প্রত্যক্ষ ব্যয়-পরোক্ষ ব্যয়)- সমাপনী মজুদ পণ্য

৫. পণ্য বিক্রয়লব্ধ অর্থ ব্যবসায়ে কী ধরনের আয়?

  • পরোক্ষ আয়
  • পরিচালন আয়
  • মূল পরিচালন আয়
  • অপরিচালন আয়

৬. নিট অপরিচালন আয়-

  • পরিচালন আয়-অপরিচালন ব্যয়
  • অপরিচালন আয়-অপরিচালন ব্যয়
  • অপরিচালন আয়-পরিচালন ব্যয়
  • পরিচালন আয়-পরিচালন ব্যয়

৭. যদি মোট মুনাফা ৭০,০০০ টাকা, পরিচালন ব্যয় ৩৫,০০০ টাকা, তবে নিট মুনাফা হবে-

  • ২০,০০০ টাকা
  • ২৫,০০০ টাকা
  • ৩৫,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা

৮. মালিকানাস্বত্বের অপর নাম

  • প্রারম্ভিক মূলধন
  • সমাপনী মূলধন
  • অতিরিক্ত মূলধন
  • নিট লাভ/ক্ষতি

৯. জামাল তার ব্যবসায়ের জন্য ২০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্রের ব্যবহারজনিত মূল্য হ্রাস ১,০০০ টাকা। এক্ষেত্রে অবচয়ের হার কত?

  • ৪%
  • ৫%
  • ৮%
  • ১০%

১০. যখন বিক্রীত পণ্যের ব্যয় ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা করা হলে, বিক্রয়ের পরিমাণ হবে-

  • ২০,১৬০ টাকা
  • ১৩,৬০০ টাকা
  • ২১,০০০ টাকা
  • ২০,০০০ টাকা