হিসাববিজ্ঞান পরিচিতি-৫

হিসাববিজ্ঞান পরিচিতি-৫

১. লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হিসাববিজ্ঞানের কোন ধরনের উদ্দেশ্য?

  • সর্বপ্রথম উ্দ্দেশ্য
  • অন্যতম প্রধা্ন উদ্দেশ্য
  • বিশেষ উদ্দেশ্য
  • প্রধান উ্দ্দেশ্য

২. হিসাববিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে-

  • ফলাফল নির্ণয়
  • আর্থিক অবস্থা নিরূপণ
  • অর্থনৈতিক তথ্য পরিবেশন
  • লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ

৩. ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভের উপায়-

  • আর্থিক ফলাফল নির্ণয়
  • আর্থিক অবস্থা নির্ণয়
  • নগদ প্রবাহ নির্ণয়
  • হিসাব সমীকরণের প্রভাব নির্ণয়

৪. ব্যবসায়ের গতিপ্রকৃতি বোঝা যায় কোনটি নির্ণয়ের ফলে?

  • ক্রয়-বিক্রয় কাজ সমাধা করার মাধ্যমে
  • লাভ-লোকসান নির্ণয়ের মাধ্যমে
  • কর্মচারীদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে
  • আর্থিক অবস্থা নিরূপণ করার মাধ্যমে

৫. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব রাখার উদ্দেশ্য কোনটি?

  • ধর্মীয় অনুশাসন
  • ঋণ পরিশোধ
  • নৈতিক চরিত্র গঠন
  • ব্যয় নিয়ন্ত্রণ

৬. আর্থিক তথ্যাবলি প্রতিষ্ঠানকে কোন ধরনের সহায়তা করে?

  • পণ্য নির্বাচনে
  • জালিয়াতি রোধে
  • লেনদেন লিপিবদ্ধকরণে
  • সিদ্ধান্ত গ্রহণে

৭. ব্যয় নিয়ন্ত্রণ করে কী অর্জন করা যায়?

  • আর্থিক সচ্ছলতা
  • মোট লাভ
  • নিট লাভ
  • জ্ঞান অর্জন করা যায়

৮. মি. রফিক একজন চা বিক্রেতা। দিনের শুরুতে তিনি ৫০০ টাকা নিয়ে বাসা হতে বের হন। দিন শেষে তার কাছে ৪৫০ টাকা রইল এবং ক্রেতাদের নিকট পাওনা ১৫০ টাকা। মি. রফিকের মুনাফার পরিমাণ কত?

  • ৫০০ টাকা
  • ৪৫০ টাকা
  • ১৫০ টাকা
  • ১০০ টাকা

৯. কিসে ব্যবসায় প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব?

  • সম্পদ ক্রয়ের ফলে
  • সঠিক সিদ্ধান্ত নিলে
  • ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে
  • পণ্য ক্রয়ের দ্বারা

১০. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে কোনটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়?

  • আর্থিক বিবরণী
  • চূড়ান্ত হিসাব
  • আর্থিক অবস্থা
  • হিসাব ব্যবস্থাপনা