আর্থিক বিবরণী-৪

আর্থিক বিবরণী-৪

১. প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার কাঠামোবদ্ধ সুশৃঙ্খল ধারাবাহিক প্রক্রিয়াকে কী বলে?

  • আর্থিক অবস্থা
  • আর্থিক বিবরণী
  • বিশদ আয় বিবরণী
  • আর্থিক অবস্থার বিবরণী

২. আর্থিক বিবরণীর ধাপ কোনটি?

  • ক্রয়-বিক্রয় হিসাব
  • আয়-ব্যয় হিসাব
  • নগদান হিসাব
  • মালিকানাস্বত্ব বিবরণী

৩. আর্থিক বিবরণী ৫টি অংশে প্রস্তুত করা হয় কোনটি অনুযায়ী?

  • আন্তর্জাতিক হিসাব মান- ০১
  • আন্তর্জাতিক হিসাব মান- ০২
  • আন্তর্জাতিক হিসাব মান-০৩
  • আন্তর্জাতিক হিসাব মান- ০৪

৪. বিশদ আয় বিবরণীর ইংরেজি রূপ কোনটি?

  • Statement of comprehensive Income
  • Income Statement
  • Statement of Financial Position
  • Balancw Sheet

৫. আয় বিবরণীর বর্তমান নাম কী?

  • শ্রেণিভিত্তিক আয় বিবরণী
  • বিশদ আয় বিবরণী
  • আর্থিক অবস্থার বিবরণী
  • বিশদ বিবরণী

৬. আর্থিক বিবরণী প্রস্তুতের মুখ্য কারণ হলো- i. কারবার প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা ii. কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা নিরূপণ করা iii. কারবার প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. সংশ্লিষ্ট হিসাবকাল শেষে নিট মুনাফার পরিমাণ কত?

  • ২,৫০,০০০ টাকা
  • ৪,০০,০০০ টাকা
  • ১১,০০,০০০ টাকা
  • ১৭,৫০,০০০ টাকা

৮. ডক চার্জ একটি-

  • পরোক্ষ খরচ
  • প্রত্যক্ষ খরচ
  • আনুষঙ্গিক খরচ
  • সাময়িক খরচ

৯. কোনটি প্রত্যক্ষ খরচ?

  • শুল্ক
  • ভাড়া
  • অফিস খরচ
  • কমিশন