রেওয়ামিল –২

রেওয়ামিল –২

১. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে?

  • বিনিয়োগ
  • প্রদেয় বিল
  • বকেয়া মজুরি
  • অগ্রিম বিনিয়োগের সুদ

২. রেওয়ামিলের ডেবিট পাশে কোন হিসাবটি অন্তর্ভূক্ত হবে?

  • সাধারণ সঞ্চিতি
  • বিনিয়োগের সুদ
  • ব্যাংক জমাতিরিক্ত
  • প্রদত্ত ঋণ

৩. ফরিদ এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে?

  • ডেবিট দিকে ৫,০০০ টাকা
  • ক্রেডিট দিকে ৫,০০০ টাকা
  • ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ৫,০০০ টাকা
  • যে পাশের যোগফল কম থাকে

৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন। মাহবুবকে প্রদত্ত ঋন’ রেওয়ামিলে কোথায় বসবে?

  • ডেবিট দিকে
  • ক্রেডিট দিকে
  • ডেবিট ও ক্রেডিট উভয় দিকে
  • ডেবিট অথবা ক্রেডিট দিকে

৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন। ‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে কীভাবে দেখানো হবে?

  • ডেবিট দিকে ১০,০০০ টাকা
  • ক্রেডিট দিকে ১০,০০০ টাকা
  • ডেবিট ও ক্রেডিট দিকে ১০,০০০ টাকা
  • ডেবিট দিকে ৫০০০ টাকা ও ক্রেডিট দিকে ৫০০০ টাকা

৬. ৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে এটা কোন ধরনের ভুল?

  • লেখার ভূল
  • নীতিগত ভূল
  • বেদাখিলার ভূল
  • পরিপুরক ভূল

৭. কোনিট নীতিগত ভূল?

  • বিক্রয় ১০,০০০ টাকা জাবেদায় না লিখা
  • কালাম হিসাব ৩০০ টাকা ক্রে. না করে কালাম হি. কে ক্রে. করা
  • আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাবে লেখা
  • পণ্য বিক্রয় ৫,০০০ টাকার স্থলে ৫০,০০০ টাকা লেখা

৮. যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে কী বলা হয়?

  • বৈশিষ্ট্য
  • সীমাবদ্ধতা
  • গুণাবলি
  • প্রয়োজনীয়তা

৯. কোনটি করণিক ভূল নয়?

  • বাদ পড়ার ভূল
  • লিখার ভূল
  • বেদালিখার ভূল
  • নীতিগত ভুল

১০. সম্পূরকব ভূল রেওয়ামিলে কী হয়?

  • ধরা যায় না
  • ধরা যায়
  • চোখে পড়ে
  • প্রকৃত পক্ষে হিসাবে থেকে যায়