রেওয়ামিল –২ ১. কোনটি রেওয়ামিলের ডেবিট পাশে বসে? বিনিয়োগ প্রদেয় বিল বকেয়া মজুরি অগ্রিম বিনিয়োগের সুদ ২. রেওয়ামিলের ডেবিট পাশে কোন হিসাবটি অন্তর্ভূক্ত হবে? সাধারণ সঞ্চিতি বিনিয়োগের সুদ ব্যাংক জমাতিরিক্ত প্রদত্ত ঋণ ৩. ফরিদ এন্ড কোং ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগ হতে প্রাপ্ত সুদ রেওয়ামিলের কোন দিকে বসবে? ডেবিট দিকে ৫,০০০ টাকা ক্রেডিট দিকে ৫,০০০ টাকা ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ৫,০০০ টাকা যে পাশের যোগফল কম থাকে ৪. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন। মাহবুবকে প্রদত্ত ঋন’ রেওয়ামিলে কোথায় বসবে? ডেবিট দিকে ক্রেডিট দিকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে ডেবিট অথবা ক্রেডিট দিকে ৫. উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রবি এন্ড ব্রাদার্স একটি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্টানটি ১০% হারে মাহবুবকে ঋণ প্রদান করে ১,০০,০০০ টাকা। বছর শেষে হিসাবরক্ষক রেওয়ামিল তৈরি করেন। ‘মাহবুবকে প্রদত্ত ঋণের সুদ’ রেওয়ামিলে কীভাবে দেখানো হবে? ডেবিট দিকে ১০,০০০ টাকা ক্রেডিট দিকে ১০,০০০ টাকা ডেবিট ও ক্রেডিট দিকে ১০,০০০ টাকা ডেবিট দিকে ৫০০০ টাকা ও ক্রেডিট দিকে ৫০০০ টাকা ৬. ৫০০ টাকার একটি লেনদেনকে ভুলে ৫০ টাকা লেখা হলে এটা কোন ধরনের ভুল? লেখার ভূল নীতিগত ভূল বেদাখিলার ভূল পরিপুরক ভূল ৭. কোনিট নীতিগত ভূল? বিক্রয় ১০,০০০ টাকা জাবেদায় না লিখা কালাম হিসাব ৩০০ টাকা ক্রে. না করে কালাম হি. কে ক্রে. করা আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ক্রয় হিসাবে লেখা পণ্য বিক্রয় ৫,০০০ টাকার স্থলে ৫০,০০০ টাকা লেখা ৮. যে সকল ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে কী বলা হয়? বৈশিষ্ট্য সীমাবদ্ধতা গুণাবলি প্রয়োজনীয়তা ৯. কোনটি করণিক ভূল নয়? বাদ পড়ার ভূল লিখার ভূল বেদালিখার ভূল নীতিগত ভুল ১০. সম্পূরকব ভূল রেওয়ামিলে কী হয়? ধরা যায় না ধরা যায় চোখে পড়ে প্রকৃত পক্ষে হিসাবে থেকে যায় কুইজ সমাপ্ত করুন