নগদান বই-৩

নগদান বই-৩

১. অগ্রিম ভাড়া প্রদান কোথায় লিপিবদ্ধ হবে?

  • নগদ প্রাপ্তি জাবেদায়
  • নগদ প্রদান জাবেদায়
  • সমাপনী দাখিলায়
  • প্রারম্ভিক দাখিলায়

২. নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পার্থক্যকে কি বলে?

  • মুনাফা
  • উদ্বৃত্ত
  • সুদ
  • বাট্টা

৩. নগদ প্রদান জাবেদার ঘর সংখ্যা কতটি?

  • ৮টি
  • ৯টি
  • ১০টি
  • ১১টি

৪. পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা নগদ প্রাপ্তি জাবেদায় কোন কলামে বসবে?

  • আসবাবপত্রের কলাম
  • নগদ ও বিক্রয় এর কলামে
  • দেনাদারের কলামে
  • নগদ ও অন্যান্য হিসাবের কলামে

৫. ব্যাংকের মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ফলাফল কী?

  • সহজ
  • ঝামেলাপূর্ণ
  • ঝুঁকিপূর্ণ
  • নিরাপদ

৬. আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি?

  • ব্যাংক পাস বই
  • জমা রশিদ
  • ব্যাংক সমন্বয় বিবরণী
  • চেক বই

৭. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গড়মিলের কারণ- i. চেক প্রত্যাখ্যান ii. ব্যাংক চার্জ iii. ব্যাংক জমার সুদ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়- i. ব্যাংক বিবরণীতে ii. নগদান বইতে iii. ব্যাংক সমন্বয় বিবরণতে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. মালিকের প্রয়োজনে ও ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো। এদের মধ্যে কী পার্থক্য থাকতে পারে?

  • এদের উভয়ই সাধারণ দাখিলা
  • একটি সাধারণ ও অপরটি বিপরীত দাখিলা
  • এদের উভয়ই বিপরীত দাখিলা
  • এদের মধ্যে কোনো পার্থক্য নেই