নগদান বই-৩ ১. অগ্রিম ভাড়া প্রদান কোথায় লিপিবদ্ধ হবে? নগদ প্রাপ্তি জাবেদায় নগদ প্রদান জাবেদায় সমাপনী দাখিলায় প্রারম্ভিক দাখিলায় ২. নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পার্থক্যকে কি বলে? মুনাফা উদ্বৃত্ত সুদ বাট্টা ৩. নগদ প্রদান জাবেদার ঘর সংখ্যা কতটি? ৮টি ৯টি ১০টি ১১টি ৪. পুরাতন আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা নগদ প্রাপ্তি জাবেদায় কোন কলামে বসবে? আসবাবপত্রের কলাম নগদ ও বিক্রয় এর কলামে দেনাদারের কলামে নগদ ও অন্যান্য হিসাবের কলামে ৫. ব্যাংকের মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ফলাফল কী? সহজ ঝামেলাপূর্ণ ঝুঁকিপূর্ণ নিরাপদ ৬. আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি? ব্যাংক পাস বই জমা রশিদ ব্যাংক সমন্বয় বিবরণী চেক বই ৭. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গড়মিলের কারণ- i. চেক প্রত্যাখ্যান ii. ব্যাংক চার্জ iii. ব্যাংক জমার সুদ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়- i. ব্যাংক বিবরণীতে ii. নগদান বইতে iii. ব্যাংক সমন্বয় বিবরণতে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. মালিকের প্রয়োজনে ও ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা হলো। এদের মধ্যে কী পার্থক্য থাকতে পারে? এদের উভয়ই সাধারণ দাখিলা একটি সাধারণ ও অপরটি বিপরীত দাখিলা এদের উভয়ই বিপরীত দাখিলা এদের মধ্যে কোনো পার্থক্য নেই কুইজ সমাপ্ত করুন