লেনদেন-৪ ১. হিসাবরক্ষণের মূল ভিত্তি কোনটি? লেনদেন জাবেদাভুক্তকরণ খতিয়ানভুক্তকরণ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ২. ঘটনা সম্পর্কে সামঞ্জস্যপূন্য হলো- i. ঘটনা আর্থিক হতে পারে ii. ঘটনা অনার্থিক হতে পারে iii. ঘটনা লেনদেন হতে পারে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৩. লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কোনটি? প্রতিদান সঞ্চয়পত্র ভাব-বিনিময় গ্রহণ ও প্রদান ৪. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়? ক্রয় বিক্রয় অবচয় বেতন ৫. নিচের উদ্দীপকটি পড় এবং 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও: জনাব রহমান ১০,০০০ টাকার মূল্য তালিকা জনাব করিমকে পাঠালেন। মাল ক্রয় করলেন ৫০,০০০ টাকার এবং বিক্রয় করেন ৮০,০০০ টাকার। ভিক্ষুককে কারবার প্রতিষ্ঠান থেকে ১০ টাকা ভিক্ষা দিলেন এবং বছর শেষে ব্যাংকে জমা টাকার ওপর সুদ পেলেন ১০০ টাকা। 5. জনাব রহমানের লেনদেন হিসাবে কত টাকা অন্তর্ভূক্ত হবে? ১,৩০,১১০ ১,৪০,১১০ ১,৪০,২১০ ১,৪১,২১০ ৬. উপরিউক্ত উদ্দীপকে হিসাব সমীকরণ A = L + E কোন উপাদান কত টাকা দ্বারা পরিবর্তন হবে? A ও E উপাদান পরিবর্তিত হয়, মোট ১,৪০,১১০ টাকা A, L ও E উপাদান পরিবর্তিত হয়, মোট ১,৩০,১১০ টাকা A ও E উপাদান পরিবর্তিত হয়, মোট ১,৩০,১১০ টাকা A ও L উপাদান পরিবর্তিত হয়, মোট ১,৪০,১১০ টাকা। ৭. নিচের উদ্দীপকটি পড় এবং 7 ও 8 নম্বর প্রশ্নের উত্তর দাও : জনাব শ্যামল চন্দ্র কাপড় ব্যবসায়ী- ডিসে. ১ ৫,০০০ টাকা বেতনে একজন বিক্রয়কর্মী নিয়োগ। ডিসে. ১০ দোকান ভাড়া ও বিদ্যুৎ বিল প্রদান ৮,০০০ টাকা। ডিসে. ২০ স্থায়ী সম্পদের অবচয় ধায হলো ২,০০০ টাকা। ডিসে. ৩১ বিক্রয়কর্মীর বেতন প্রদান ৩,০০০ টাকা। 7. ডিসেম্বর ১ তারিখে ঘটনাটি লেনদেন নয় যেহেতু- i. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় ii. আর্থিক অবস্থায় কোনো প্রভাব পড়ে নি iii. সাধারণ ঘটনা মাত্র নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. ডিসেম্বর মাসে মোট অদৃশ্য লেনদেনের পরিমাণ কত হবে? ২,০০০ টাকা ৫,০০০ টাকা ৮,০০০ টাকা ১৩,০০০ টাকা ৯. প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়-এটিকে নিচের কোনটি বলা হয়? লেনদেন ঘটনা লেনদেনের বৈশিষ্ট্য আদান-প্রদানের মূলমন্ত্র ১০. লেনদেনের সর্বদা পরিবর্তন আনে- মোট সম্পত্তির মোট দায়ের মোট মুনাফার আর্থিক অবস্থার কুইজ সমাপ্ত করুন