রেওয়ামিল –১

রেওয়ামিল –১

১. কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়?

  • খতিয়ানের পূর্বে
  • খতিয়ানের পরে
  • জাবেদার পরে
  • জাবেদার পূর্বে

২. রেওয়ামিল তৈরির মূখ্য উদ্দেশ্য কী?

  • গাণিতিক শুদ্ধতা যাচাই
  • সঠিকভঅবে লিপিবদ্ধকরণ
  • আর্থিক অবস্থা নির্ধারণ
  • শ্রমের অপচয় রোধ

৩. রেওয়ামিল কয়টি উদ্দেশ্য প্রস্তুত করা হয়?

  • তিনটি
  • চারটি
  • পাঁচটি
  • ছয়টি

৪. রেওয়ামিল তৈরির উদ্দেশ্য- i. হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ii. ডেবিট-ক্রেডিট সঠিকভাবে লিপিবদ্ধ করা iii. হিসাবরক্ষণ প্রক্রিয়ায় কোন ভুল থাকলে বাহির করা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৫. কোনটি রেওয়ামিলে অন্তর্ভূক্ত হয়?

  • সমাপনি মজুদ
  • প্রারম্ভিক মজুদ
  • প্রারম্ভিক হাতে নগদ
  • প্রারম্ভিক ব্যাংক জমা

৬. সাধারণত কোনটি রেওয়ামিলে লিখা হয়?

  • প্রারম্ভিক ব্যাংক জের
  • নগদান হিসাবের প্রারম্ভিক জের
  • সমাপনী মজুদ পণ্য
  • প্রারম্ভিক মজুদ পণ্য

৭. কোনটি রেওয়ামিলের ডেবিট দিকে বসে?

  • বিনিয়োগের অনাদায়ী সুদ
  • ব্যাংক জমার সুদ
  • অনুপার্জিত আয়
  • বকেয়া বেতন

৮. রেওয়ামিলের ডেবিট দিকে ১০,০০০ টাকা এবং ক্রেডিট দিকে ৯,৬০০ টাকা থাকলে অনিশ্চিত হিসাব কত হবে?

  • ১০,৪০০ টাকা
  • ১০,০০০ টাকা
  • ৯,৬০০ টাকা
  • ৪০০ টাকা

৯. সাধারণত রেওয়ামিলে বহির্ভূত থাকে- i. প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ii. সমাপনী মজুদ পণ্য iii. সম্ভাব্য দায় ও আয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. কোনটি রেওয়ামিলের ডেবিট পার্শ্বে বসবে?

  • ঋণ হিসাব
  • মনিহারি
  • প্রদেয় বিল
  • পাওনাদার