পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব-৫ ১. পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত? ১০%-২০% ৫%-১০% ১৫%-২০% ২০%-২৫% ২. পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয় করা হয়? ১৫%-১৫% ২০%-২৫% ২৫%-৩০% ৩০%-৪০% ৩. পারিবারিক আয়ের ১০%-১৫% কোন খাতে ব্যয় করা উচিত? খাদ্য খাতে বস্ত্র খাতে বাসস্থান খাতে শিক্ষা খাতে ৪. নিচের উদ্দীপকটি পড় এবং 4 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও: জনাব আরিফ ৩০,০০০ টাকা বেতনে চাকরি করেন এবং অন্যান্য খাত হতে গড়ে তিনি মাসিক ১০,০০০ টাকা আয় করেন। 4. জনাব আরিফ বছরে খাদ্যখাতে সর্বোচ্চ ব্যয় করবেন ১,৫০,০০০ টাকা ১,২০,০০০ টাকা ১,৬০,০০০ টাকা ১,৪০,০০০ টাকা ৫. তিনি বছরে বাসস্থান খাতে সর্বোচ্চ ব্যয় করবেন ১,৯২,০০০ টাকা ১,৮০,০০০ টাকা ১,৭০,০০০ টাকা ১,৮২,০০০ টাকা ৬. পারিবারিক বাজেট হতে হবে সবদিক থেকে- i. বাস্তবধর্মী ii. যুক্তিসঙ্গত iii. দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. প্রাপ্তি প্রদান হিসাব থেকে কী জানা যায়? প্রারম্ভিক সম্পদসমূহ প্রারম্ভিক দায়সমূহ সমাপনী সম্পদসমূহ নগদ প্রবাহ ৮. স্থায়ী সম্পদের অবচয় আয় ব্যয় বিবরণীর কোন দিকে বসবে? উভয় দিকে ব্যয়ের দিকে সম্পদের দিকে আয়ের দিকে ৯. আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না- পূর্ববর্তী বছরের অগ্রিম ব্যয় চলতি বছরের প্রাপ্য আয় বিগত বছরের বকেয়া খরচ বর্তমান বছরের বকেয়া খরচ ১০. মূলধন জাতীয় আয়কে কোন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না? এটা স্বল্পকালীন ও অনিয়মিত এটা দীর্ঘকালীন ও অনিয়মিত এটা নিয়মিত ও দীর্ঘকালীন এটা পৌনঃপুনিক ও এককালীন কুইজ সমাপ্ত করুন