পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব-৫

পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব-৫

১. পারিবারিক আয়ের শতকরা কত ভাগ খাদ্য খাতে ব্যয় করা উচিত?

  • ১০%-২০%
  • ৫%-১০%
  • ১৫%-২০%
  • ২০%-২৫%

২. পারিবারিক আয়ের আনুমানিক শতকরা কতভাগ বাসস্থান খাতে ব্যয় করা হয়?

  • ১৫%-১৫%
  • ২০%-২৫%
  • ২৫%-৩০%
  • ৩০%-৪০%

৩. পারিবারিক আয়ের ১০%-১৫% কোন খাতে ব্যয় করা উচিত?

  • খাদ্য খাতে
  • বস্ত্র খাতে
  • বাসস্থান খাতে
  • শিক্ষা খাতে

৪. নিচের উদ্দীপকটি পড় এবং 4 থেকে 5 নং প্রশ্নের উত্তর দাও: জনাব আরিফ ৩০,০০০ টাকা বেতনে চাকরি করেন এবং অন্যান্য খাত হতে গড়ে তিনি মাসিক ১০,০০০ টাকা আয় করেন। 4. জনাব আরিফ বছরে খাদ্যখাতে সর্বোচ্চ ব্যয় করবেন

  • ১,৫০,০০০ টাকা
  • ১,২০,০০০ টাকা
  • ১,৬০,০০০ টাকা
  • ১,৪০,০০০ টাকা

৫. তিনি বছরে বাসস্থান খাতে সর্বোচ্চ ব্যয় করবেন

  • ১,৯২,০০০ টাকা
  • ১,৮০,০০০ টাকা
  • ১,৭০,০০০ টাকা
  • ১,৮২,০০০ টাকা

৬. পারিবারিক বাজেট হতে হবে সবদিক থেকে- i. বাস্তবধর্মী ii. যুক্তিসঙ্গত iii. দীর্ঘমেয়াদি নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. প্রাপ্তি প্রদান হিসাব থেকে কী জানা যায়?

  • প্রারম্ভিক সম্পদসমূহ
  • প্রারম্ভিক দায়সমূহ
  • সমাপনী সম্পদসমূহ
  • নগদ প্রবাহ

৮. স্থায়ী সম্পদের অবচয় আয় ব্যয় বিবরণীর কোন দিকে বসবে?

  • উভয় দিকে
  • ব্যয়ের দিকে
  • সম্পদের দিকে
  • আয়ের দিকে

৯. আয় ব্যয় বিবরণীতে অন্তর্ভুক্ত হয় না-

  • পূর্ববর্তী বছরের অগ্রিম ব্যয়
  • চলতি বছরের প্রাপ্য আয়
  • বিগত বছরের বকেয়া খরচ
  • বর্তমান বছরের বকেয়া খরচ

১০. মূলধন জাতীয় আয়কে কোন পরিবারের স্বাভাবিক আয় হিসাবে গণ্য করা যায় না?

  • এটা স্বল্পকালীন ও অনিয়মিত
  • এটা দীর্ঘকালীন ও অনিয়মিত
  • এটা নিয়মিত ও দীর্ঘকালীন
  • এটা পৌনঃপুনিক ও এককালীন