রেওয়ামিল-৪ ১. হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকাকে কী বলে? খতিয়ান জাবেদা রেওয়ামিল নগদান ২. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের জেরের- তালিকা বিবরণী তালিকা বা বিবরণী কোনোটিই নয় ৩. রেওয়ামিল প্রকৃতপক্ষে- i. কোনো হিসাব নয় ii. হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ iii. হিসাব ব্যবস্থার অঙ্গ নয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. খতিয়ান উদ্বৃত্তের ভুলধরা যায়- বিশদ আয় বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে রেওয়ামিলে আর্থিক বিবরণীতে ৫. রেওয়ামিল কখন তৈরি করা হয়? বছরের প্রথমে বছরের শেষে নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক বছরের মাঝে ৬. রেওয়ামিল তৈরি করার জন্য প্রয়োজন পড়ে- i. খতিয়ানের উদ্বৃত্ত ii. নগদানের উদ্বৃত্ত iii. জাবেদার উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয়-সমাপনী মজুদ = ? ক্রয় সমন্বিত ক্রয় বিক্রয় বিক্রীত পণ্যের ব্যয় ৮. সমাপনী মজুদ কোথায় বসে না? রেওয়ামিলে বিশদ আয় বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে রেওয়ামিলে ও আর্থিক অবস্থার বিবরণীতে ৯. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে যাবে না? সুনাম প্রদেয় বিল মূলধন পাওনাদার ১০. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে? ডেবিট দিকে ক্রেডিট দিকে উভয় দিকে যেকোনো একদিকে কুইজ সমাপ্ত করুন