রেওয়ামিল-৪

রেওয়ামিল-৪

১. হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকাকে কী বলে?

  • খতিয়ান
  • জাবেদা
  • রেওয়ামিল
  • নগদান

২. রেওয়ামিল হলো খতিয়ান হিসাবসমূহের জেরের-

  • তালিকা
  • বিবরণী
  • তালিকা বা বিবরণী
  • কোনোটিই নয়

৩. রেওয়ামিল প্রকৃতপক্ষে- i. কোনো হিসাব নয় ii. হিসাবের একটি অবিচ্ছেদ্য অঙ্গ iii. হিসাব ব্যবস্থার অঙ্গ নয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. খতিয়ান উদ্বৃত্তের ভুলধরা যায়-

  • বিশদ আয় বিবরণীতে
  • আর্থিক অবস্থার বিবরণীতে
  • রেওয়ামিলে
  • আর্থিক বিবরণীতে

৫. রেওয়ামিল কখন তৈরি করা হয়?

  • বছরের প্রথমে
  • বছরের শেষে
  • নির্দিষ্ট হিসাবকাল শেষে
  • আর্থিক বছরের মাঝে

৬. রেওয়ামিল তৈরি করার জন্য প্রয়োজন পড়ে- i. খতিয়ানের উদ্বৃত্ত ii. নগদানের উদ্বৃত্ত iii. জাবেদার উদ্বৃত্ত নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. প্রারম্ভিক মজুদ + নিট ক্রয়-সমাপনী মজুদ = ?

  • ক্রয়
  • সমন্বিত ক্রয়
  • বিক্রয়
  • বিক্রীত পণ্যের ব্যয়

৮. সমাপনী মজুদ কোথায় বসে না?

  • রেওয়ামিলে
  • বিশদ আয় বিবরণীতে
  • আর্থিক অবস্থার বিবরণীতে
  • রেওয়ামিলে ও আর্থিক অবস্থার বিবরণীতে

৯. কোনটি রেওয়ামিলের ক্রেডিট দিকে যাবে না?

  • সুনাম
  • প্রদেয় বিল
  • মূলধন
  • পাওনাদার

১০. প্রদত্ত ঋণের সুদ রেওয়ামিলের কোন দিকে বসে?

  • ডেবিট দিকে
  • ক্রেডিট দিকে
  • উভয় দিকে
  • যেকোনো একদিকে