পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক উদ্যোগের হিসাব-১

পারিবারিক ও আত্মকর্মসংস্থান মূলক উদ্যোগের হিসাব-১

১. সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষের প্রথম পেশা কোনটি?

  • ফলমূল সংগ্রহ
  • পশু শিকার
  • কৃষি কাজ
  • পণ্য বিনিময়

২. মানুষের সুখের ঠিকানা হচ্ছে- i. টাকা-পয়সা ii. পারিবারিক বন্ধন iii. সম্পদ নিচের কোনটি সঠিক?

  • i
  • ii
  • i ও ii
  • i ও iii

৩. পারিবারিক হিসাব-নিকাশের বৈশিষ্ট্য কোনটি?

  • সুষ্ঠু পরিকল্পনা
  • মূল্যবোধ সৃষ্টি
  • পারিবারিক স্বচ্ছলতা
  • নগদ লেনদেন

৪. মোঃ কাউছার আলম তর পরিবারের জন্য বাজেট প্রণয়ন করার পর বিশেষ কারণে একটি খরচের পরিমাণ বেড়ে গেল। এ সমস্যা সহজে সমাধানের জন্য তার বাজেটট্ কেমন হওয়া উচিত?

  • বাস্তবধর্মী
  • যুক্তিসঙ্গত
  • নমনীয়
  • স্বয়ংক্রিয়

৫. পারিবারিক হিসাবব্যবস্থা কোনটি সৃষ্টিতে সহায়তা করবে?

  • ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে
  • স্বৈরচারিতা সৃষ্টিতে
  • নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে
  • নৈতিক দায়িত্ববোধ সৃষ্টিতে

৬. দান-দক্ষিণা কোন জাতীয় পারিবারিক আয়?

  • নিয়মিত
  • প্রাত্যহিক
  • অনিয়মিত
  • অনিয়ন্ত্রিত

৭. i. জবাবদিহিতার ii. দায়বদ্ধতার iii. নিরীক্ষণের নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. পারিবারিক সুষ্ঠু হিসাব-নিকাশের মাধ্যমে- i. নৈতিক মূল্যবোধ সৃষ্টি করে ii. ভোগ প্রবণতা হ্রাস পায় iii. পারিবারিক বন্ধন সুদৃঢ় হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. কিসের ভিত্তিতে পারিবারিক বাজেট তৈরি হয়?

  • সম্ভাব্য আয়ের ভিত্তিতে
  • প্রকৃত আয়ের ভিত্তিতে
  • সম্ভাব্য আয় ও ব্যয়ের ভিত্তিতে
  • প্রকৃত ব্যয় ও ব্যয়ের ভিত্তিতে

১০. পরিবার ব্যবসায় প্রতিষ্ঠান নয় বলে এখানে কোনটি অনুপস্থিত?

  • দায়
  • সম্পদ
  • ঋণ
  • প্রারম্ভিক মূলধন