জাবেদা-৬

জাবেদা-৬

১. পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট?

  • ক্রেতার নিকট
  • বিক্রেতার নিকট
  • ক্যাশিয়ারের নিকট
  • হিসাবরক্ষকের নিকট

২. যে বইতে ক্রয়কৃত পণ্য ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?

  • অন্তর্মুখী ফেরত জাবেদা
  • বহির্মুখী ফেরত জাবেদা
  • বিক্রয় ফেরত জাবেদা
  • ক্রয় জাবেদা

৩. নিচের অনুচ্ছেদটি পড়ে 3 থেকে 5 নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব আকরাম ২০০৮ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০.০০ টাকা, ব্যাংক ঋণ ৫,০০০.০০ টাকা ও ১০,০০০.০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ- ১. পণ্য ক্রয়- ১০,০০০.০০ টাকা ২. আয়কর প্রদান- ২,০০০.০০ টাকা ৩. পৌরকর পরিশোধ- ১,০০০.০০ টাকা ৪. ধারে বিক্রয়- ৮,০০০.০০ টাকা 3. জনাব আকরামের ব্যবসায়ের স্বত্বাধিকারের পরিমাণ কত?

  • ১,১২,০০০.০০ টাকা
  • ১,১০,০০০.০০ টাকা
  • ১,০৮,০০০.০০ টাকা
  • ১,০৭,০০০.০০ টাকা

৪. জনাব আকরামের ব্যবসায়ে ধারে পণ্য বিক্রয় হিসাব সমীকরণ A = L + P এর কোন কোন উপাদানের পরিবর্তন আনবে?

  • A ও P
  • L ও P
  • A ও L
  • A, L ও P

৫. জনাব আকরামের ব্যবসায়ে ব্যাংক ঋণগ্রহণের ফলে বৃদ্ধি পাবে-

  • স্বত্বাধিকারের
  • দীর্ঘমেয়াদি দায়ের
  • চলতি দায়ের
  • চলতি সম্পদের

৬. বিক্রয় শর্ত ২/১০, নিট ৩০ দ্বারা নিচের কোনটি বোঝায়?

  • ১০ দিনের মধ্যে ক্রেতা মূল্য পরিশোধ করতে বাধ্য
  • ১০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে
  • ৩০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে
  • ২ দিনের মধ্যে পরিশোধ হলে ১০% হারে নগদ ছাড় পাবে

৭. নগদ ক্রয় ১,০০,০০০ টাকা, ধারে ক্রয় ২০,০০০ টাকায় কারবারি বাট্টা ৫%। ক্রয় জাবেদায় কত টাকা যাবে?

  • ১,২০,০০০ টাকা
  • ২১,০০০ টাকা
  • ১৯,০০০ টাকা
  • ১,২১,০০০ টাকা

৮. কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না?

  • পণ্য
  • ক্রয়
  • বিক্রয়
  • বেতন

৯. কোন নামে হিসাব খোলা হয় না?

  • পাওনাদার
  • দেনাদার
  • বকেয়া বেতন
  • চেক

১০. কারবারের কোন পণ্যদ্রব্য চুরি বা নষ্ট হয়ে গেলে জাবেদা দাখিলা হবে-

  • চুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
  • পণ্যদ্রব্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট
  • বিবিধ ক্ষতি হিসাবডেবিট ক্রয় হিসাব ক্রেডিট
  • উত্তোলন হিসাবডেবিট নগদান হিসাব ক্রেডিট