জাবেদা-৬ ১. পাওনালিপি প্রেরণ করা হয় কার নিকট? ক্রেতার নিকট বিক্রেতার নিকট ক্যাশিয়ারের নিকট হিসাবরক্ষকের নিকট ২. যে বইতে ক্রয়কৃত পণ্য ফেরতসংক্রান্ত লেনদেন প্রথমে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে? অন্তর্মুখী ফেরত জাবেদা বহির্মুখী ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা ক্রয় জাবেদা ৩. নিচের অনুচ্ছেদটি পড়ে 3 থেকে 5 নম্বর প্রশ্নের উত্তর দাও: জনাব আকরাম ২০০৮ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০.০০ টাকা, ব্যাংক ঋণ ৫,০০০.০০ টাকা ও ১০,০০০.০০ টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। ঐ মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ- ১. পণ্য ক্রয়- ১০,০০০.০০ টাকা ২. আয়কর প্রদান- ২,০০০.০০ টাকা ৩. পৌরকর পরিশোধ- ১,০০০.০০ টাকা ৪. ধারে বিক্রয়- ৮,০০০.০০ টাকা 3. জনাব আকরামের ব্যবসায়ের স্বত্বাধিকারের পরিমাণ কত? ১,১২,০০০.০০ টাকা ১,১০,০০০.০০ টাকা ১,০৮,০০০.০০ টাকা ১,০৭,০০০.০০ টাকা ৪. জনাব আকরামের ব্যবসায়ে ধারে পণ্য বিক্রয় হিসাব সমীকরণ A = L + P এর কোন কোন উপাদানের পরিবর্তন আনবে? A ও P L ও P A ও L A, L ও P ৫. জনাব আকরামের ব্যবসায়ে ব্যাংক ঋণগ্রহণের ফলে বৃদ্ধি পাবে- স্বত্বাধিকারের দীর্ঘমেয়াদি দায়ের চলতি দায়ের চলতি সম্পদের ৬. বিক্রয় শর্ত ২/১০, নিট ৩০ দ্বারা নিচের কোনটি বোঝায়? ১০ দিনের মধ্যে ক্রেতা মূল্য পরিশোধ করতে বাধ্য ১০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে ৩০ দিনের মধ্যে পরিশোধ হলে ২% হারে নগদ ছাড় পাবে ২ দিনের মধ্যে পরিশোধ হলে ১০% হারে নগদ ছাড় পাবে ৭. নগদ ক্রয় ১,০০,০০০ টাকা, ধারে ক্রয় ২০,০০০ টাকায় কারবারি বাট্টা ৫%। ক্রয় জাবেদায় কত টাকা যাবে? ১,২০,০০০ টাকা ২১,০০০ টাকা ১৯,০০০ টাকা ১,২১,০০০ টাকা ৮. কোনটির নামে কোনো হিসাব লেখা হয় না? পণ্য ক্রয় বিক্রয় বেতন ৯. কোন নামে হিসাব খোলা হয় না? পাওনাদার দেনাদার বকেয়া বেতন চেক ১০. কারবারের কোন পণ্যদ্রব্য চুরি বা নষ্ট হয়ে গেলে জাবেদা দাখিলা হবে- চুরি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট পণ্যদ্রব্য হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বিবিধ ক্ষতি হিসাবডেবিট ক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন হিসাবডেবিট নগদান হিসাব ক্রেডিট কুইজ সমাপ্ত করুন