দু‘তরফা দাখিলা পদ্ধতি -২

দু‘তরফা দাখিলা পদ্ধতি -২

১. বছরের শেষ তারিখে সমাপণী মজুদ পণ্যের মূল্যায়নের ফলে কোনটি ঘটে?

  • স্বত্ত্বাধিকার হ্রাস পাবে
  • স্বত্ত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি
  • সম্পত্তি বৃদ্ধি ও স্বত্ত্বাধিকার হ্রাস
  • স্বত্ত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

২. স্বত্ত্বাধিকার বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

  • সম্পদ, মালিকানাস্বত্ব ও আয়
  • ব্যয়, সম্পদ ও দায়
  • ব্যয়, দায় ও মালিকানাস্বত্ব
  • আয়, দায় ও মালিকানাস্বত্ব4

৩. ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’- ভাড়া হিসাবে সমন্বয় করার ফলে- i. সম্পদ হ্রাস পায় ii. ব্যয় বৃদ্ধি পায় iii. দায় বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব রনি দুতরফা দাখিলা পদ্ধতিতে কহিসাব রাখেন। ১ জানুয়ারি ২০১৪ তারিখে তিনি ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু দকরেন। জানুয়ারী ৫ তারিখে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করেন ৮০,০০০ টাকা। পরিবহন খরচ হয় ৫০০ টাকা। আসবাবপত্র বিক্রয় করেন ২০,০০০ টাকা। বছর শেসে ঋণ নেন ৭০,০০০ টাকা। মাস শেষে জনাব রনির হাতে নগদের পরিমাণ কত?

  • ৭০,০০০ টাকা
  • ১,০০,০০০ টাকা
  • ১,০৯,৫০০ টাকা
  • ১,৭০,৫০০ টাকা

৫. উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: জনাব রনি দুতরফা দাখিলা পদ্ধতিতে কহিসাব রাখেন। ১ জানুয়ারি ২০১৪ তারিখে তিনি ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু দকরেন। জানুয়ারী ৫ তারিখে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করেন ৮০,০০০ টাকা। পরিবহন খরচ হয় ৫০০ টাকা। আসবাবপত্র বিক্রয় করেন ২০,০০০ টাকা। বছর শেসে ঋণ নেন ৭০,০০০ টাকা। জনাব রনির মালিকানা স্বত্বের পরিমাণ কত?

  • ৩৯,৫০০ টাকা
  • ৭০,০০০ টাকা
  • ২,২০,০০০ টাকা
  • ১,১০,০০০ টাকা

৬. মার্চ মাসে কর্মীদের বেতন বকেয়া রইল ২,৫০০ টাকা। এ লেনদেনটি কোথায় লিপিবদ্ধ করতে হবে?

  • ক্রয় বইতে
  • বিক্রয় বইতে
  • নগান বই
  • প্রকৃত জাবেদায়

৭. হিসাবচক্রের তৃতীয় ধাপ কোনটি?

  • জাবেদাভূক্তকরণ
  • খতিয়ানে স্থানান্তর
  • রেওয়ামিল প্রস্তুতকরণ
  • সমন্বয় দাখিলা

৮. কার্যপত্র তৈরী করা হয় কখন?

  • আর্থিক বিবরণী প্রস্তুতের পর
  • রেওয়ামিল প্রস্তুতের পূর্বে
  • আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে
  • সমন্বয় দাখিলার পূর্বে

৯. হিসাবচক্রের কোন ধাপে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়?

  • ৪র্থ
  • ৬ষ্ঠ
  • ৮ম
  • ১০ম

১০. ব্যবসায়ের প্রতিটি ঘটনাকে বিশ্লেষণ করে কী হিসেবে চিহ্নিত করা হয়?

  • লেনদেন
  • ঘটনা
  • সম্পদ
  • বাজেট