পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৫

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৫

১. নিট ক্রয় সূত্র কোনটি?

  • ক্রয়মূল্য + ক্রয় ফেরত-ক্রয় বাট্টা + শুল্ক + পণ্য আনয়ন ব্যয়
  • ক্রয়মূল্য – ক্রয় ফেরত – ক্রয় বাট্টা – পণ্য আয়ন ব্যয় + শুল্ক
  • ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + আমদানি শুল্ক – বহিঃফেরত – ক্রয় বাট্টা
  • ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + রপ্তানি শুল্ক + ক্রয়বাট্টা – ক্রয়ফেরত

২. নিচের অনুচ্ছেদটি পড়ে ২ থেকে ৩নম্বর প্রশ্নের উত্তর দাও: একজন সিমেন্ট ব্যবসায়ী ১০০০ ব্যাগ সিমেন্ট ক্রয় করেন যার মূল্য ২,৫০,০০০.০০ টাকা। এজন্য তিনি মজুরি ও গাড়িভাড়া প্রদান করেন ১২,০০০.০০ টাকা। এছাড়া সিমেন্ট বিক্রয়ের জন্য তিনি ২,০০০.০০ টাকা দোকান ভাড়া এবং ১,৫০০০.০০ টাকা বিক্রয়কারীকে কমিশন প্রদান করেন। ১,০০০ ব্যাগ সিমেন্টের ক্রয়মূল্য কত?

  • ২,৫০,০০০.০০ টাকা
  • ২,৬০,০০০.০০ টাকা
  • ২,৬২,০০০.০০ টাকা
  • ২,৬৫,০০০.০০ টাকা

৩. ব্যাগ প্রতি মোট ব্যয় কত?

  • ২৫০.০০ টাকা
  • ২৬০.০০ টাকা
  • ২৬২.০০ টাকা
  • ২৬৫.০০ টাকা

৪. প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকায় বিক্রয় করলে ব্যাগ প্রতি ১০.০০ টাকা মুনাফা হবে?

  • ২৫৫.০০ টাকা
  • ২৬৫.০০ টাকা
  • ২৭৫.০০ টাকা
  • ২৮৫.০০ টাকা

৫. পরোক্ষ খরচ কারবারের- i. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয় ii. উৎপাদিত পণ্যের জন্যে আলাদাভাবে চিহ্নিত করা যায় iii. সহায়ক কার্যে নিমিত্ত ব্যয়িত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. পরোক্ষ কাঁচামাল হলো- i. চিনির জন্যে ইক্ষু ii. পোশাক তৈরিতে সুতা iii. আসবাবপত্র তৈরিতে সিরিস কাগজ নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয় তবে বিক্রয়লবদ্ধ অর্থের পরিমাণ কত?

  • ২০,০০০
  • ১৬,০০০
  • ২৪,০০০
  • ২৫,০০০

৮. বিক্রয় ২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের মূল্য ৫,০০০ টাকা হলে লাভ কত?

  • ৫,০০০ টাকা
  • ৮,০০০ টাকা
  • ১০,০০০ টাকা
  • ১৫,০০০ টাকা

৯. মোট বিক্রয় মূল্যের সূত্র কোনটি?

  • মোট ব্যয় + মুনাফা
  • নিট ব্যয় + মুনাফা
  • নিট আয় + লাভ
  • মোট আয় + লাভ

১০. ‘COST’ শব্দের উপযুক্ত অর্থ কি?

  • উপরিব্যয়
  • উৎসর্গ
  • ব্যয়
  • ত্যাগ