পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য-৫ ১. নিট ক্রয় সূত্র কোনটি? ক্রয়মূল্য + ক্রয় ফেরত-ক্রয় বাট্টা + শুল্ক + পণ্য আনয়ন ব্যয় ক্রয়মূল্য – ক্রয় ফেরত – ক্রয় বাট্টা – পণ্য আয়ন ব্যয় + শুল্ক ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + আমদানি শুল্ক – বহিঃফেরত – ক্রয় বাট্টা ক্রয়মূল্য + পরিবহন ব্যয় + রপ্তানি শুল্ক + ক্রয়বাট্টা – ক্রয়ফেরত ২. নিচের অনুচ্ছেদটি পড়ে ২ থেকে ৩নম্বর প্রশ্নের উত্তর দাও: একজন সিমেন্ট ব্যবসায়ী ১০০০ ব্যাগ সিমেন্ট ক্রয় করেন যার মূল্য ২,৫০,০০০.০০ টাকা। এজন্য তিনি মজুরি ও গাড়িভাড়া প্রদান করেন ১২,০০০.০০ টাকা। এছাড়া সিমেন্ট বিক্রয়ের জন্য তিনি ২,০০০.০০ টাকা দোকান ভাড়া এবং ১,৫০০০.০০ টাকা বিক্রয়কারীকে কমিশন প্রদান করেন। ১,০০০ ব্যাগ সিমেন্টের ক্রয়মূল্য কত? ২,৫০,০০০.০০ টাকা ২,৬০,০০০.০০ টাকা ২,৬২,০০০.০০ টাকা ২,৬৫,০০০.০০ টাকা ৩. ব্যাগ প্রতি মোট ব্যয় কত? ২৫০.০০ টাকা ২৬০.০০ টাকা ২৬২.০০ টাকা ২৬৫.০০ টাকা ৪. প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকায় বিক্রয় করলে ব্যাগ প্রতি ১০.০০ টাকা মুনাফা হবে? ২৫৫.০০ টাকা ২৬৫.০০ টাকা ২৭৫.০০ টাকা ২৮৫.০০ টাকা ৫. পরোক্ষ খরচ কারবারের- i. সামগ্রিক ব্যবস্থাপনা কার্যে সংগঠিত হয় ii. উৎপাদিত পণ্যের জন্যে আলাদাভাবে চিহ্নিত করা যায় iii. সহায়ক কার্যে নিমিত্ত ব্যয়িত হয় নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. পরোক্ষ কাঁচামাল হলো- i. চিনির জন্যে ইক্ষু ii. পোশাক তৈরিতে সুতা iii. আসবাবপত্র তৈরিতে সিরিস কাগজ নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. যদি বিক্রীত পণ্যের ব্যয় ২০,০০০ টাকা এবং বিক্রয়ের উপর মুনাফার হার ২০% হয় তবে বিক্রয়লবদ্ধ অর্থের পরিমাণ কত? ২০,০০০ ১৬,০০০ ২৪,০০০ ২৫,০০০ ৮. বিক্রয় ২০,০০০ টাকা, বিক্রয় ফেরত ৫,০০০ টাকা। বিক্রীত পণ্যের মূল্য ৫,০০০ টাকা হলে লাভ কত? ৫,০০০ টাকা ৮,০০০ টাকা ১০,০০০ টাকা ১৫,০০০ টাকা ৯. মোট বিক্রয় মূল্যের সূত্র কোনটি? মোট ব্যয় + মুনাফা নিট ব্যয় + মুনাফা নিট আয় + লাভ মোট আয় + লাভ ১০. ‘COST’ শব্দের উপযুক্ত অর্থ কি? উপরিব্যয় উৎসর্গ ব্যয় ত্যাগ কুইজ সমাপ্ত করুন