আর্থিক বিবরণী-৯ ১. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভূক্ত করা হয়- i. বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে iii. মালিকানাস্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ২. রেওয়ামিল মূলধন ২৫,০০০.০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে, মূলধনের ওপর ৭১/২% সুদ প্রদান করতে হবে। এক্ষেত্রে মূলধনের সুদের পরিমাণ হবে- ৯৩৭ টাকা ১,৫০০ টাকা ১,৮৭৫ টাকা ২,০০০ টাকা ৩. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিশ সেলামী আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্যে পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে- i. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা ii. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা iii. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. মালিক কর্তৃক পণ্য উত্তোলন কীভাবে দেখাতে হয়? ক্রয় থেকে বাদ দিয়ে এবং মূলধন থেকে বাদ দিয়ে বিশদ আয় বিবরণী ব্যয় বিবরণী মুনাফা থেকে বাদ দিয়ে ৫. ‘বিজ্ঞাপন চার বছরের জন্য ১০,০০০ টাকা পরিশোধ’- অবলোপনের পরিমাণ। ২,৫০০ টাকা ৭,৫০০ টাকা ৪০,০০০ টাকা ১০,০০০ টাকা ৬. স্থায়ী সম্পত্তির অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে কী করা হয়? অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয় পুঞ্জিভূত অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয় সম্পত্তি হিসাবে প্রদর্শিত হয় মূলধন হিসাবে প্রদর্শিত হয় ৭. নিট মুনাফাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি? বিক্রয়লবদ্ধ অর্থ অতিরিক্ত মূলধন ঋণ পাওনাদার ৮. বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে কোনটি সঠিক? বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (স্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়) বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + দায়) বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়) বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – মোট দায় ৯. তারণ্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন? এটি আদায়যোগ্য বলে এটি পরিশোধনযোগ্য বলে এটি আদায়যোগ্য নয় বলে এটি হিসাবভুক্ত নয় বলে ১০. তারল্য অনুপাতের আদর্শমান কত? ১ : ১ ২ : ১ ২ : ৩ ৩ : ১ কুইজ সমাপ্ত করুন