আর্থিক বিবরণী-৯

আর্থিক বিবরণী-৯

১. ‘মজুরি বকেয়া ৫০০ টাকা’ আর্থিক বিবরণীতে অন্তর্ভূক্ত করা হয়- i. বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে ii. আর্থিক অবস্থার বিবরণীতে চলতি দায় হিসেবে iii. মালিকানাস্বত্ব বিবরণীতে মূলধন হিসেবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

২. রেওয়ামিল মূলধন ২৫,০০০.০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে, মূলধনের ওপর ৭১/২% সুদ প্রদান করতে হবে। এক্ষেত্রে মূলধনের সুদের পরিমাণ হবে-

  • ৯৩৭ টাকা
  • ১,৫০০ টাকা
  • ১,৮৭৫ টাকা
  • ২,০০০ টাকা

৩. মি. ফারুকের রেওয়ামিলে শিক্ষানবিশ সেলামী আছে ৪,০০০ টাকা যা ৫ বছরের জন্যে পাওয়া গেছে। এটি সমন্বয়ের ফলে- i. মি. ফারুকের আয় হ্রাস পাবে ৩,২০০ টাকা ii. আয় হ্রাস পাবে ৮,২০০ টাকা iii. হিসাব সমীকরণের গুণগত পরিবর্তন হবে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৪. মালিক কর্তৃক পণ্য উত্তোলন কীভাবে দেখাতে হয়?

  • ক্রয় থেকে বাদ দিয়ে এবং মূলধন থেকে বাদ দিয়ে
  • বিশদ আয় বিবরণী
  • ব্যয় বিবরণী
  • মুনাফা থেকে বাদ দিয়ে

৫. ‘বিজ্ঞাপন চার বছরের জন্য ১০,০০০ টাকা পরিশোধ’- অবলোপনের পরিমাণ।

  • ২,৫০০ টাকা
  • ৭,৫০০ টাকা
  • ৪০,০০০ টাকা
  • ১০,০০০ টাকা

৬. স্থায়ী সম্পত্তির অবচয় আর্থিক অবস্থার বিবরণীতে কী করা হয়?

  • অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়
  • পুঞ্জিভূত অবচয় নামে সম্পত্তি থেকে বিয়োগ করতে হয়
  • সম্পত্তি হিসাবে প্রদর্শিত হয়
  • মূলধন হিসাবে প্রদর্শিত হয়

৭. নিট মুনাফাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি?

  • বিক্রয়লবদ্ধ অর্থ
  • অতিরিক্ত মূলধন
  • ঋণ
  • পাওনাদার

৮. বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে কোনটি সঠিক?

  • বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (স্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়)
  • বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + দায়)
  • বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – (অস্পর্শনীয় সম্পত্তি + বিনিয়োগ + চলতি দায়)
  • বিনিয়োজিত মূলধন = মোট সম্পত্তি – মোট দায়

৯. তারণ্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন?

  • এটি আদায়যোগ্য বলে
  • এটি পরিশোধনযোগ্য বলে
  • এটি আদায়যোগ্য নয় বলে
  • এটি হিসাবভুক্ত নয় বলে

১০. তারল্য অনুপাতের আদর্শমান কত?

  • ১ : ১
  • ২ : ১
  • ২ : ৩
  • ৩ : ১