লেনদেন-১

লেনদেন-১

১. ফরমায়েশকৃত পণ্য পাওয়া গেলে কোনটি ঘটে?

  • শুধু ঘটনা
  • শুধু লেনদেন
  • ঘটনা ও লেনদেন
  • অনার্থিক ঘটনা

২. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?

  • একই অর্থবোধক
  • একই অর্থবোধক নয়
  • একটি অন্যটির পরিপূরক
  • পৃথক পৃথক হিসাব

৩. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলি হিসেবে চিহ্নিত হবে কোনটি?

  • লেনদেন বিশ্লেষণ
  • দায়-দেনা পরিশোধ
  • আয় বিবরণী প্রস্তুত
  • আর্থিক বিবরণী প্রস্তুত

৪. লেনদেনের শর্ত কোনটি?

  • দৃশ্যমানতা
  • অর্থের আদান-প্রদান
  • আর্থিক অবস্থার পরিবর্তন
  • লিপিবদ্ধকরণ

৫. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা। এটি কোন ধরনের লেনদেন?

  • অদৃশ্যমান লেনদেন
  • বকেয়া লেনদেন
  • দৃশ্যমান
  • নগদ লেনদেন

৬. লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়?

  • একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে
  • কেবলমাত্র একটি পক্ষ গ্রহণ করবে
  • উভয়পক্ষ গ্রহণ করবে
  • উভয়পক্ষ সুবিধা প্রদান করবে

৭. চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। এক্ষেত্রে লেনদেনের প্রকৃতি হলো- i. আন্তঃলেনদেন ii. বহিঃলেনদেন iii. দৃশ্যমান লেনদেন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. ব্যবসায়ে কর্মচারীদের বেতন প্রদান করা হলো। এটি লেনদেন কারণ- i. আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে ii. অর্থের অঙ্কের পরিমাপযোগ্য iii. মালিকের ব্যক্তিগত খরচ বৃদ্ধি পেয়েছে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৯. দৃশ্যমান লেনদেন হলো- i. নগদে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ii. আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করা হলো iii. যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. ‘বাকিতে আসবাবপত্র ক্রয়’ হিসাব সমীকরণে কী পরিবর্তন আনে?

  • A বৃদ্ধি ও A হ্রাস
  • A বৃদ্ধি ও E হ্রাস
  • খরচ বৃদ্ধি ও L হ্রাস
  • A বৃদ্ধি ও L হ্রাস