লেনদেন-১ ১. ফরমায়েশকৃত পণ্য পাওয়া গেলে কোনটি ঘটে? শুধু ঘটনা শুধু লেনদেন ঘটনা ও লেনদেন অনার্থিক ঘটনা ২. ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী? একই অর্থবোধক একই অর্থবোধক নয় একটি অন্যটির পরিপূরক পৃথক পৃথক হিসাব ৩. ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলি হিসেবে চিহ্নিত হবে কোনটি? লেনদেন বিশ্লেষণ দায়-দেনা পরিশোধ আয় বিবরণী প্রস্তুত আর্থিক বিবরণী প্রস্তুত ৪. লেনদেনের শর্ত কোনটি? দৃশ্যমানতা অর্থের আদান-প্রদান আর্থিক অবস্থার পরিবর্তন লিপিবদ্ধকরণ ৫. যন্ত্রপাতির অবচয় ধার্য করা হলো ২,০০০ টাকা। এটি কোন ধরনের লেনদেন? অদৃশ্যমান লেনদেন বকেয়া লেনদেন দৃশ্যমান নগদ লেনদেন ৬. লেনদেনের দ্বৈতসত্তা কীভাবে বিশ্লেষণ করা যায়? একটি পক্ষ গ্রহণ করবে এবং অপর পক্ষ প্রদান করবে কেবলমাত্র একটি পক্ষ গ্রহণ করবে উভয়পক্ষ গ্রহণ করবে উভয়পক্ষ সুবিধা প্রদান করবে ৭. চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। এক্ষেত্রে লেনদেনের প্রকৃতি হলো- i. আন্তঃলেনদেন ii. বহিঃলেনদেন iii. দৃশ্যমান লেনদেন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. ব্যবসায়ে কর্মচারীদের বেতন প্রদান করা হলো। এটি লেনদেন কারণ- i. আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে ii. অর্থের অঙ্কের পরিমাপযোগ্য iii. মালিকের ব্যক্তিগত খরচ বৃদ্ধি পেয়েছে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. দৃশ্যমান লেনদেন হলো- i. নগদে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা ii. আসবাবপত্রের ওপর ৫% অবচয় ধার্য করা হলো iii. যন্ত্রপাতি ক্রয় ২০,০০০ টাকা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. ‘বাকিতে আসবাবপত্র ক্রয়’ হিসাব সমীকরণে কী পরিবর্তন আনে? A বৃদ্ধি ও A হ্রাস A বৃদ্ধি ও E হ্রাস খরচ বৃদ্ধি ও L হ্রাস A বৃদ্ধি ও L হ্রাস কুইজ সমাপ্ত করুন