নগদান বই-৫ ১. চেক পাওয়া গেলে তা দুঘরা নগদান বইয়ের কোথায় আসে? ডেবিট দিকে নগদ ঘরে ডেবিট দিকে ব্যাংক ঘরে ক্রেডিট দিকে নগদ ঘরে ক্রেডিট দিকে ব্যাংক ঘরে ২. মি. জামাল-এর কাছ থেকে চেক পেয়ে মি. কামালকে প্রদান। দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে- ডেবিট দিকে নগদের ঘরে ডেবিট দিকে ব্যাংকের ঘরে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে উভয় দিকে নগদের ঘরে ৩. ব্যাংক থেকে টাকা উত্তোলন দুঘরা/তিনঘরা নগদান বই-এর জন্য একটি- কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা ডেবিট দাখিলা ক্রেডিট দাখিলা সমজাতীয় দাখিলা ৪. কন্ট্রা এন্ট্রি হয়- নগদ টাকা ব্যাংকে জমা দিলে ও উঠালে ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা তুললে অতিরিক্ত মূলধন আসলে ব্যাংক থেকে সুদ দিলে ৫. কারবারি বাট্টা- দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় বহুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় আদৌ হিসাবভুক্ত হয় না ৬. একটি পণ্যের তালিকামূল্য ১৫০ টাকা এবং কারবারি বাট্টা ১৫ টাকা। পণ্য বিক্রি করে নগদ টাকা পাওয়া গেল। এক্ষেত্রে নগদান বইতে কীভাবে লেনদেনটি লিপিবদ্ধ হবে? ডেবিট দিকে নগদ ঘরে ১৫০ টাকা এবং বাট্টার ঘরে ১৫ টাকা ডেবিট দিকে নগদ ঘরে ১৫০ টাকা ডেবিট দিকে নগদ ঘরে ১৩৫ টাকা ডেবিট দিকে নগদ ঘরে ১৩৫ টাকা এবং বাট্টার ঘরে ১৫ টাকা ৭. প্রাপ্ত কারবারি বাট্টা তিনঘরা নগদান বইতে ডেবিট এবং ক্রেডিট উভয় ঘরেই লিখতে হয় মোটেও কোনো ঘরে লেখা হয় না ডেবিট দিকে বাট্টার ঘরে লিখতে হয় ক্রেডিট দিকে বাট্টার ঘরে লিখতে হয় ৮. ঋণের সুদ প্রদান ৮০০ টাকা। নগদ প্রদান জাবেদায় কোন কলামে লিপিবদ্ধ হবে? ক্রয় পাওনাদার অন্যান্য হিসাব বাট্টা ৯. অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা। নগদ প্রাপ্তি জাবেদায় লিখা হবে- i. ডেবিট ৫,০০০ টাকা ii. অন্যান্য হিসবা ডেবিট ৫,০০০ টাকা iii. অন্যান্য হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ১০. যেসব কারণে পাস বই ও নগদান বইয়ে পার্থক্য হয় তার মধ্যে প্রধান কারণ হলো- সময়ের ব্যবধান অবস্থানগতও দূরত্ব ইচ্ছাকৃত অবহেলা ব্যাংকের অবহেলা কুইজ সমাপ্ত করুন