নগদান বই-৫

নগদান বই-৫

১. চেক পাওয়া গেলে তা দুঘরা নগদান বইয়ের কোথায় আসে?

  • ডেবিট দিকে নগদ ঘরে
  • ডেবিট দিকে ব্যাংক ঘরে
  • ক্রেডিট দিকে নগদ ঘরে
  • ক্রেডিট দিকে ব্যাংক ঘরে

২. মি. জামাল-এর কাছ থেকে চেক পেয়ে মি. কামালকে প্রদান। দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ হবে-

  • ডেবিট দিকে নগদের ঘরে
  • ডেবিট দিকে ব্যাংকের ঘরে
  • ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে
  • উভয় দিকে নগদের ঘরে

৩. ব্যাংক থেকে টাকা উত্তোলন দুঘরা/তিনঘরা নগদান বই-এর জন্য একটি-

  • কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা
  • ডেবিট দাখিলা
  • ক্রেডিট দাখিলা
  • সমজাতীয় দাখিলা

৪. কন্ট্রা এন্ট্রি হয়-

  • নগদ টাকা ব্যাংকে জমা দিলে ও উঠালে
  • ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা তুললে
  • অতিরিক্ত মূলধন আসলে
  • ব্যাংক থেকে সুদ দিলে

৫. কারবারি বাট্টা-

  • দুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়
  • তিনঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়
  • বহুঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয়
  • আদৌ হিসাবভুক্ত হয় না

৬. একটি পণ্যের তালিকামূল্য ১৫০ টাকা এবং কারবারি বাট্টা ১৫ টাকা। পণ্য বিক্রি করে নগদ টাকা পাওয়া গেল। এক্ষেত্রে নগদান বইতে কীভাবে লেনদেনটি লিপিবদ্ধ হবে?

  • ডেবিট দিকে নগদ ঘরে ১৫০ টাকা এবং বাট্টার ঘরে ১৫ টাকা
  • ডেবিট দিকে নগদ ঘরে ১৫০ টাকা
  • ডেবিট দিকে নগদ ঘরে ১৩৫ টাকা
  • ডেবিট দিকে নগদ ঘরে ১৩৫ টাকা এবং বাট্টার ঘরে ১৫ টাকা

৭. প্রাপ্ত কারবারি বাট্টা তিনঘরা নগদান বইতে

  • ডেবিট এবং ক্রেডিট উভয় ঘরেই লিখতে হয়
  • মোটেও কোনো ঘরে লেখা হয় না
  • ডেবিট দিকে বাট্টার ঘরে লিখতে হয়
  • ক্রেডিট দিকে বাট্টার ঘরে লিখতে হয়

৮. ঋণের সুদ প্রদান ৮০০ টাকা। নগদ প্রদান জাবেদায় কোন কলামে লিপিবদ্ধ হবে?

  • ক্রয়
  • পাওনাদার
  • অন্যান্য হিসাব
  • বাট্টা

৯. অতিরিক্ত মূলধন আনয়ন ৫,০০০ টাকা। নগদ প্রাপ্তি জাবেদায় লিখা হবে- i. ডেবিট ৫,০০০ টাকা ii. অন্যান্য হিসবা ডেবিট ৫,০০০ টাকা iii. অন্যান্য হিসাব ক্রেডিট ৫,০০০ টাকা নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

১০. যেসব কারণে পাস বই ও নগদান বইয়ে পার্থক্য হয় তার মধ্যে প্রধান কারণ হলো-

  • সময়ের ব্যবধান
  • অবস্থানগতও দূরত্ব
  • ইচ্ছাকৃত অবহেলা
  • ব্যাংকের অবহেলা