দুতরফা দাখিলা পদ্ধতি-৬ ১. আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ ব্যবহার করা হয়- রেওয়ামিল সমন্বয় দাখিলা সমাপনী দাখিলা কার্যপত্র ২. কার্যপত্র ইংরেজি রূপ কোনটি? Accounting sheet Work sheet Working sheet Cost sheet ৩. হিসাবচক্রে ‘সমন্বয় দাখিলা’ ধাপটি কোনটির পরে আসে? রেওয়ামিল কার্যপত্র সমাপনী দাখিলা খতিয়ান ৪. মুনাফাজাতীয় আয় ব্যয়ের জের ও উত্তোলন হিসাববন্ধকরণে কোনটি প্রয়োজন? প্রারম্ভিক দাখিলা সংশোধনী জাবেদা সমাপনী দাখিলা সমন্বয় দাখিলা ৫. কোনটি হিসাবচক্রের শেষ ধাপ? কার্যপত্র প্রস্তুত আর্থিক বিবরণী প্রস্তুত সমাপনী দাখিলা হিসাব পরবর্তী রেওয়ামিল ৬. কোন ধারণার ভিত্তিতে হিসাব সংরক্ষণসংক্রান্ত প্রক্রিয়াগুলোর পুনরাবৃত্তি ঘটে? প্রতিষ্ঠানের কাজ কারবার অনির্দিষ্টকাল পযন্ত চলতে থাকবে ব্যবসায়ের কাজ কারবার সর্বদাই বিলোপযোগ্য অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে উপরিউক্ত কোনোটিই নয় ৭. নিচের উদ্দীপকটি পড় এবং 7 ও 8 নং নম্বর প্রশ্নের উত্তর দাও: মি. ইমন হিসাবের চলমান ধারণার নীতি অনুসারে হিসাবরক্ষণ করেন। তাই তিনি ব্যবসায়ের চলতি হিসাবকাল শেষে প্রস্তুতকৃত আর্থিক বিবরণীতে প্রদর্শিত সকল সম্পদকে ডেবিট ও সকল দায়কে ক্রেডিট দেখিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করে। 7. উদ্দীপকের আলোকে মি. ইমন কোনটি রক্ষা করে থাকেন? রক্ষণশীলতার নীতি ঐতিহাসিক ঘটনার নীতি হিসাবের ধারাবাহিকতা রক্ষা হিসাবচক্রের নীতি ৮. মি. ইমন পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু করেন কোন নীতির কারণে? ব্যবসায়স্বত্বা নীতি রক্ষণশীলতার নীতি চলমান ধারণার নীতি সামঞ্জস্যতার নীতি ৯. প্রারম্ভিক মূলধনের সূত্র কী? প্রারম্ভিক মোট সম্পদ + প্রারম্ভিক মোট দায় সমাপনী সম্পদ- সম্পদ মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ – প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট দায় – প্রারম্ভিক মোট সম্পদ ১০. লাভ/ক্ষতি- i. (সমাপনী মূলধন + উত্তোলন)-(প্রারম্ভিক মূলধন+অতিরিক্ত মূলধন) ii. (প্রারম্ভিক মূলধন + উত্তোলন)-(সমাপনী মূলধন + অতিরিক্ত মুলধন) iii. (সমাপনী মূলধন + উত্তোলন)- প্রারম্ভিক মূলধন- অতিরিক্ত মূলধন নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii কুইজ সমাপ্ত করুন