দুতরফা দাখিলা পদ্ধতি-৬

দুতরফা দাখিলা পদ্ধতি-৬

১. আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ ব্যবহার করা হয়-

  • রেওয়ামিল
  • সমন্বয় দাখিলা
  • সমাপনী দাখিলা
  • কার্যপত্র

২. কার্যপত্র ইংরেজি রূপ কোনটি?

  • Accounting sheet
  • Work sheet
  • Working sheet
  • Cost sheet

৩. হিসাবচক্রে ‘সমন্বয় দাখিলা’ ধাপটি কোনটির পরে আসে?

  • রেওয়ামিল
  • কার্যপত্র
  • সমাপনী দাখিলা
  • খতিয়ান

৪. মুনাফাজাতীয় আয় ব্যয়ের জের ও উত্তোলন হিসাববন্ধকরণে কোনটি প্রয়োজন?

  • প্রারম্ভিক দাখিলা
  • সংশোধনী জাবেদা
  • সমাপনী দাখিলা
  • সমন্বয় দাখিলা

৫. কোনটি হিসাবচক্রের শেষ ধাপ?

  • কার্যপত্র প্রস্তুত
  • আর্থিক বিবরণী প্রস্তুত
  • সমাপনী দাখিলা
  • হিসাব পরবর্তী রেওয়ামিল

৬. কোন ধারণার ভিত্তিতে হিসাব সংরক্ষণসংক্রান্ত প্রক্রিয়াগুলোর পুনরাবৃত্তি ঘটে?

  • প্রতিষ্ঠানের কাজ কারবার অনির্দিষ্টকাল পযন্ত চলতে থাকবে
  • ব্যবসায়ের কাজ কারবার সর্বদাই বিলোপযোগ্য
  • অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে
  • উপরিউক্ত কোনোটিই নয়

৭. নিচের উদ্দীপকটি পড় এবং 7 ও 8 নং নম্বর প্রশ্নের উত্তর দাও: মি. ইমন হিসাবের চলমান ধারণার নীতি অনুসারে হিসাবরক্ষণ করেন। তাই তিনি ব্যবসায়ের চলতি হিসাবকাল শেষে প্রস্তুতকৃত আর্থিক বিবরণীতে প্রদর্শিত সকল সম্পদকে ডেবিট ও সকল দায়কে ক্রেডিট দেখিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করে। 7. উদ্দীপকের আলোকে মি. ইমন কোনটি রক্ষা করে থাকেন?

  • রক্ষণশীলতার নীতি
  • ঐতিহাসিক ঘটনার নীতি
  • হিসাবের ধারাবাহিকতা রক্ষা
  • হিসাবচক্রের নীতি

৮. মি. ইমন পরবর্তী হিসাবকালের যাত্রা শুরু করেন কোন নীতির কারণে?

  • ব্যবসায়স্বত্বা নীতি
  • রক্ষণশীলতার নীতি
  • চলমান ধারণার নীতি
  • সামঞ্জস্যতার নীতি

৯. প্রারম্ভিক মূলধনের সূত্র কী?

  • প্রারম্ভিক মোট সম্পদ + প্রারম্ভিক মোট দায়
  • সমাপনী সম্পদ- সম্পদ মোট দায়
  • প্রারম্ভিক মোট সম্পদ – প্রারম্ভিক মোট দায়
  • প্রারম্ভিক মোট দায় – প্রারম্ভিক মোট সম্পদ

১০. লাভ/ক্ষতি- i. (সমাপনী মূলধন + উত্তোলন)-(প্রারম্ভিক মূলধন+অতিরিক্ত মূলধন) ii. (প্রারম্ভিক মূলধন + উত্তোলন)-(সমাপনী মূলধন + অতিরিক্ত মুলধন) iii. (সমাপনী মূলধন + উত্তোলন)- প্রারম্ভিক মূলধন- অতিরিক্ত মূলধন নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii