খতিয়ান-২

খতিয়ান-২

১. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের জন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে?

  • খতিয়ান
  • জাবেদা
  • আর্থিক বিবরণী
  • রেওয়ামিল

২. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে?

  • নগদান হিসাব
  • ক্রয় হিসাব
  • আসবাবপত্র হিসাব
  • মূলধন হিসাব

৩. নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী জানা যায়?

  • লেনদেনের অবস্থা
  • প্রতিটি হিসাবের জের
  • লেনদেনের প্রকৃতি
  • প্রতিটি হিসাবের বিবরণ

৪. খতিয়ান বহির দুই দিকের পার্থক্য করাকে কী বলে?

  • সমষ্টিকরণ
  • লিপিবদ্ধকরণ
  • জের নির্ণয়করণ
  • স্থানান্তরকরণ

৫. মি. অপি নগদ ৫০,০০০ টাকা ও ৭০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। মনিকার নিকট বিক্রয় ৪,০০০ টাকা, ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা হলে নগদান হিসাব জের কত?

  • ৪০,০০০ টাকা
  • ৪৫,০০০ টাকা
  • ৫০,০০০ টাকা
  • ১,১৫,০০০ টাকা

৬. B/F বলতে কী বোঝায়?

  • সম্মুখে নীত
  • উপের থেকে আনীত
  • পেছন থেকে আনীত
  • নিচে নীত

৭. একই অর্থবোধক হলো- i. জের টাকা ii. সমতাপ্রাপ্ত iii. ব্যালেন্সিং নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৮. মি. কামাল একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে হিসাবের জের জানতে চান। এজন্য তার কোনটি প্রয়োজন?

  • চলমান জের ছক অবলম্বন করা
  • ‘T’ ছক অবলম্বন করা
  • প্রয়োজনীয় ছক তৈরি ও ব্যবহার করা
  • দুঘরা ছক অবলম্বন করা

৯. ‘T’ ছক অনুযায়ী হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল কীরূপ হবে?

  • সমান
  • অসমান
  • সর্বদাই ডেবিট দিকে বেশি
  • সর্বদাই ক্রেডিট দিকে বেশি

১০. ব্যালেন্স C/D-এর পূর্ণরূপ কোনটি?

  • Carried Down
  • Carry Down
  • Carried Downward
  • Cross Down

১১. উদ্বেল = বেলাকে অতিক্রান্ত, কোন সমাসের উদাহরণ?

  • তৎপুরুষ সমাস
  • কর্মধারয় সমাস
  • বহুব্রীহি সমাস
  • অব্যয়ীভাব সমাস