খতিয়ান-২ ১. হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিটের পার্থক্যকরণের জন্য উদ্বৃত্ত নির্ণয় করা হয় কোনটির মাধ্যমে? খতিয়ান জাবেদা আর্থিক বিবরণী রেওয়ামিল ২. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা ব্যবসায়ের জন্য সম্পদ ক্রয় করলে কোন হিসাবটি ক্রেডিট হবে? নগদান হিসাব ক্রয় হিসাব আসবাবপত্র হিসাব মূলধন হিসাব ৩. নির্দিষ্ট সময়ান্তে খতিয়ানের মাধ্যমে কী জানা যায়? লেনদেনের অবস্থা প্রতিটি হিসাবের জের লেনদেনের প্রকৃতি প্রতিটি হিসাবের বিবরণ ৪. খতিয়ান বহির দুই দিকের পার্থক্য করাকে কী বলে? সমষ্টিকরণ লিপিবদ্ধকরণ জের নির্ণয়করণ স্থানান্তরকরণ ৫. মি. অপি নগদ ৫০,০০০ টাকা ও ৭০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। মনিকার নিকট বিক্রয় ৪,০০০ টাকা, ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা হলে নগদান হিসাব জের কত? ৪০,০০০ টাকা ৪৫,০০০ টাকা ৫০,০০০ টাকা ১,১৫,০০০ টাকা ৬. B/F বলতে কী বোঝায়? সম্মুখে নীত উপের থেকে আনীত পেছন থেকে আনীত নিচে নীত ৭. একই অর্থবোধক হলো- i. জের টাকা ii. সমতাপ্রাপ্ত iii. ব্যালেন্সিং নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. মি. কামাল একজন ব্যবসায়ী। তিনি ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে হিসাবের জের জানতে চান। এজন্য তার কোনটি প্রয়োজন? চলমান জের ছক অবলম্বন করা ‘T’ ছক অবলম্বন করা প্রয়োজনীয় ছক তৈরি ও ব্যবহার করা দুঘরা ছক অবলম্বন করা ৯. ‘T’ ছক অনুযায়ী হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল কীরূপ হবে? সমান অসমান সর্বদাই ডেবিট দিকে বেশি সর্বদাই ক্রেডিট দিকে বেশি ১০. ব্যালেন্স C/D-এর পূর্ণরূপ কোনটি? Carried Down Carry Down Carried Downward Cross Down ১১. উদ্বেল = বেলাকে অতিক্রান্ত, কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস অব্যয়ীভাব সমাস কুইজ সমাপ্ত করুন