হিসাব-৪ ১. লেনদেনের শ্রেণিবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে বলা হয়? হিসাব জাবেদা খতিয়ান রেওয়ামিল ২. হিসাবের ক্রেডিট দিক দ্বারা বোঝায়- সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি আয় বৃদ্ধি ও ব্যয় বৃদ্ধি দায় হ্রাস ও সম্পদ বৃদ্ধি আয় ও দায় বৃ্দ্ধি ৩. বাস্তব ক্ষেত্রে হিসাবে বিভিন্ন ছকের মধ্যে বিশেষ প্রচলিত চলমান জের ছক স্থায়ী জের ছক ‘T’ ছক আধুনিক ছক ৪. চলমান জের ছকের ক্ষেত্রে প্রযোজ্য হলো- i. এতে হিসাবের একটি শিরোনাম থাকে ii. এটি ডেবিট ও ক্রেডিট অংশে বিভক্ত iii. এর অপর নাম চারঘরা খতিয়ান নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৫. ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে i. সম্পদ ও দায়ের ii. আয় ও ব্যয়ের iii. মালিকানাস্বত্বের নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. লেনদেন থেকে যেসব শিরোনামে হিসাব লেখা যায় না- i. পণ্য হিসাব ii. সংস্থাপন ব্যয় হিসাব iii. আসবাবপত্র ক্রয় হিসাব নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও ii ৭. নিচের উদ্দীপকটি পড় এবং 7 নম্বর প্রশ্নের উত্তর দাও: শ্যামলী ট্রেডার্সের স্বত্বাধিকার জনাব সোহেল ১.১.২০১৪ তারিখে ১,০০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। তার লেনদেনগুলো নিম্নরূপ: জানুয়ারী ১, অফিসে ব্যবহারের জন্যে আসবাবপত্র ক্রয় ১০,০০০ টাকা। জানুয়ারী ১২, নগদে পণ্য ক্রয় ৩০,০০০ টাকা। জানুয়ারী ২৩, জনাব সোহেল নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ের জন্যে ফটোকপি মেশিন ক্রয় করেন ২৫,০০০ টাকা। জনাব সোহেলের মোট মূলধনের পরিমাণ কত? ১,০০,০০০ টাকা ১,১০,০০০ টাকা ১,২৫,০০ টাকা ১,৩৫,০০০ টাকা ৮. প্রাপ্য আয় হিসাব একটি- আয় হিসাব দায় হিসাব সম্পদ হিসাব ব্যয় হিসাব ৯. প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব? আয় ব্যয় সম্পদ দায় ১০. ট্রেডমার্ক হিসাব একটি- ব্যয় হিসাব সম্পদ হিসাব আয় হিসাব দায় হিসাব কুইজ সমাপ্ত করুন