রেওয়ামিল-৬ ১. বহিঃপরিবহন ও বহিঃফেরত রেওয়ামিলের কোন দিকে বসে? উভয় ডেবিট দিকে উভয় ক্রেডিট দিকে প্রথমটি ডেবিট ও শেষেরটি ক্রেডিট দিকে ডেবিট অথবা ক্রেডিট দিকে ২. সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলের ডেবিট কলামে লেখা হয় ক্রেডিট কলামে লেখা হয় অনিশ্চিত হিসাবে লেখা হয় কোনো কলামেই লেখা হয় না ৩. সমাপনী মজুদপণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ যেকোনো ধরনের মজুদ পণ্যের হিসাব রেওয়ামিল বহির্ভুত এটি প্রারম্ভিক মজুদ ও পণ্য ক্রয়ে অন্তর্ভুক্ত থাকে খতিয়ানে সমাপনী মজুদের জের থাকে না সমাপনী মজুদ আর্থিক বিবরণীর একটি সমন্বয় এন্ট্রি ৪. প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের কোন দিকে বসে? ডেবিট দিকে ক্রেডিট দিকে উভয় দিকে কোনো দিকেই নয় ৫. প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ সমাপ্তি নগদ ও ব্যাংক জমার সাথে এগুলো সমন্বিত থাকে সমাপ্তি নগদ ও ব্যাংক জমা রেওয়ামিলে বসে যেকোনো ধরনের ক্যাশ ও ব্যাংক হিসাব রেওয়ামিল বহির্ভূত ক্যাশ ও ব্যাংক হিসাব নগদান বইয়ের আওতাভুক্ত ৬. রেওয়ামিলে যাবে না- i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ii. প্রারম্ভিক ক্যাশ iii. সমাপনী মজুদ পণ্য নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা। মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে কত টাকা বসবে? ৪,৭৮,০০০ টাকা ২,৬৯,৫০০ টাকা ২,৬৯,৮০০ টাকা ২,৬৯,০০০ টাকা ৮. IASC এর পূর্ণ রূপ কোনটি? International Auditing Standard Committee International Accounting Standard Committee International Association of Standard Committee International Accptable Standard Committee ৯. নিচের উদ্দীপকটি পড় এবং 9 নং প্রশ্নের উত্তর দাও : জনাব সিহাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত ছিল নিম্নরূপ: ব্যাংক জমা ২০,০০০ টাকা, বেতন ১২,০০০ টাকা, কমিশন ৮,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা। 9. উদ্দীপকে চলতি সম্পদের পরিমাণ কত? ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা ৪২,০০০ টাকা ৩০,০০০ টাকা ১০. সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না- প্রারম্ভিক মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য বিক্রয় প্রারম্ভিক মজুদ পণ্য ও বিক্রয় কুইজ সমাপ্ত করুন