রেওয়ামিল-৬

রেওয়ামিল-৬

১. বহিঃপরিবহন ও বহিঃফেরত রেওয়ামিলের কোন দিকে বসে?

  • উভয় ডেবিট দিকে
  • উভয় ক্রেডিট দিকে
  • প্রথমটি ডেবিট ও শেষেরটি ক্রেডিট দিকে
  • ডেবিট অথবা ক্রেডিট দিকে

২. সমাপনী মজুদ সাধারণত রেওয়ামিলের

  • ডেবিট কলামে লেখা হয়
  • ক্রেডিট কলামে লেখা হয়
  • অনিশ্চিত হিসাবে লেখা হয়
  • কোনো কলামেই লেখা হয় না

৩. সমাপনী মজুদপণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ

  • যেকোনো ধরনের মজুদ পণ্যের হিসাব রেওয়ামিল বহির্ভুত
  • এটি প্রারম্ভিক মজুদ ও পণ্য ক্রয়ে অন্তর্ভুক্ত থাকে
  • খতিয়ানে সমাপনী মজুদের জের থাকে না
  • সমাপনী মজুদ আর্থিক বিবরণীর একটি সমন্বয় এন্ট্রি

৪. প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের কোন দিকে বসে?

  • ডেবিট দিকে
  • ক্রেডিট দিকে
  • উভয় দিকে
  • কোনো দিকেই নয়

৫. প্রারম্ভিক ক্যাশ ও ব্যাংক ব্যালেন্স রেওয়ামিলের অন্তর্ভুক্ত না হওয়ার কারণ

  • সমাপ্তি নগদ ও ব্যাংক জমার সাথে এগুলো সমন্বিত থাকে
  • সমাপ্তি নগদ ও ব্যাংক জমা রেওয়ামিলে বসে
  • যেকোনো ধরনের ক্যাশ ও ব্যাংক হিসাব রেওয়ামিল বহির্ভূত
  • ক্যাশ ও ব্যাংক হিসাব নগদান বইয়ের আওতাভুক্ত

৬. রেওয়ামিলে যাবে না- i. প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ii. প্রারম্ভিক ক্যাশ iii. সমাপনী মজুদ পণ্য নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৭. ব্যাংক জমা ২০,০০০ টাকা, সমাপনী মজুদ ৩৬,০০০ টাকা, ক্রয় ১,৩৬,০০০ টাকা, বিক্রয় ২,৮৮,০০০ টাকা। মজুরি ও বেতন ২৭,৫০০ টাকা, আসবাবপত্র ৮৬,০০০ টাকা, মূলধন ১,৯০,০০০ টাকা হলে রেওয়ামিলের ডেবিট দিকে কত টাকা বসবে?

  • ৪,৭৮,০০০ টাকা
  • ২,৬৯,৫০০ টাকা
  • ২,৬৯,৮০০ টাকা
  • ২,৬৯,০০০ টাকা

৮. IASC এর পূর্ণ রূপ কোনটি?

  • International Auditing Standard Committee
  • International Accounting Standard Committee
  • International Association of Standard Committee
  • International Accptable Standard Committee

৯. নিচের উদ্দীপকটি পড় এবং 9 নং প্রশ্নের উত্তর দাও : জনাব সিহাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত ছিল নিম্নরূপ: ব্যাংক জমা ২০,০০০ টাকা, বেতন ১২,০০০ টাকা, কমিশন ৮,০০০ টাকা, সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা, অগ্রিম ভাড়া ১০,০০০ টাকা। 9. উদ্দীপকে চলতি সম্পদের পরিমাণ কত?

  • ৫০,০০০ টাকা
  • ৬০,০০০ টাকা
  • ৪২,০০০ টাকা
  • ৩০,০০০ টাকা

১০. সমন্বিত ক্রয় থাকলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না-

  • প্রারম্ভিক মজুদ পণ্য
  • সমাপনী মজুদ পণ্য
  • বিক্রয়
  • প্রারম্ভিক মজুদ পণ্য ও বিক্রয়