জাবেদা-৫

জাবেদা-৫

১. লেনদেনের বিস্তৃত, পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য কেন্দ্র কোনটি?

  • জাবেদা
  • খতিয়ান
  • রেওয়ামিল
  • নগদান

২. নিচের অনুচ্ছেদটি পড়ে 2 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও: মালিক কারবার হতে নিজের জন্য ব্যাংক হতে টাকা তুললেন। ব্যাংকের মাধ্যমে স্বীকৃত বিল পরিশোধ করল। দেনাদারের মধ্যে কিছু টাকা আদায় করা সম্ভব নয় ক্যাশ বাক্স হতে কিছু টাকা হারিয়ে গেল। এসব লেনদেন লেখার জন্য জাবেদা বইতে লিখতে হবে। 2. দেনাদারের মধ্যে আদায়যোগ্য নয় তার জন্য ক্রেডিট হবে-

  • নগদান হিসাব
  • দেনাদার হিসাব
  • অনাদায়ি পাওনা হিসাব
  • পাওনাদার হিসাব

৩. স্বীকৃত বিল পরিশোধ করা হলো এক্ষেত্রে কোন বিল হিসাবভুক্ত হবে?

  • প্রাপ্য বিল হিসাব
  • স্বীকৃত বিল হিসাব
  • দেনাদার হিসাব
  • প্রদেয় বিল হিসাব

৪. ক্যাশ বাক্স হতে হারিয়ে গেল এক্ষেত্রে ডেবিট হবে

  • নগদান হিসাব
  • বিবিধ ক্ষতি
  • ক্যাশ বাক্স হিসাব
  • সুনাম হিসাব

৫. ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?

  • ধারে মাল বিক্রয়সংক্রান্ত সমুদয় লেনদেন কোন বইতে লেখা হয়?
  • বিক্রয় জাবেদা
  • ক্রয় ফেরত জাবেদা
  • বিক্রয় ফেরত জাবেদা

৬. যে সকল লেনদেন অন্য কোনো জাবেদা বা সহকারী বই-এ লিপিবদ্ধ করা যায় না সেগুলোকে কোন জাবেদায় লিখতে হয়?

  • ক্রয় জাবেদায়
  • প্রকৃত জাবেদায়
  • বিক্রয় জাবেদায়
  • নগদ প্রাপ্তি জাবেদায়

৭. ক্রয় জাবেদার উৎস দলির কোনটি?

  • ডেবিট নোট
  • ক্রেডিট নোট
  • ভাউচার
  • চালান

৮. কোনটি একই অর্থবোধক?

  • বিক্রয় ফেরত/বহির্মুখী ফেরত
  • ক্রয় ফেরত/বহির্মুখী ফেরত
  • বিমা সেলামি/শিক্ষানবিশ সেলামি
  • বিনিয়োগের সুদ/মূলধনের সুদ

৯. দেনালিপি প্রেরণ করা হয়-

  • ক্রেতার নিকট
  • বিক্রেতার নিকট
  • মালিকের নিকট
  • কর্মচারীর নিকট

১০. ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোনো কারণে ফেরত পাঠালে যে বইতে লিপিবদ্ধ করা হয় তারে নাম কী?

  • ডেবিট নোট
  • ক্রেডিট নোট
  • বহির্মুখী ফেরত জাবেদা
  • অন্তর্মুখী ফেরত জাবেদা