দু‘তরফা দাখিলা পদ্ধতি -১ ১. দ্বৈতসত্তা বলতে কী বুঝায়? দুটি পক্ষই গ্রহীতা দুটি পক্ষই দাতা দুটি সত্তা বা মালিক দুটি পক্ষ বা হিসাব ২. দু’তরফা দাখিলায় মোট ক্রেডিট টাকা কী হবে? মোট সম্পদের সমান মোট আয়ের সমান মোট ব্যয়ের সমান মোট ডেবিট টাকার সমান ৩. প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়- i. দুটি একমুখী ফলাফল ii. দুটি বিপরীতমুখী দাখিলার iii. দুটি সমান ফলাফলের নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৪. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষিতি হয় কোনটি অনুসরণের মাধ্যমে? বহু দাখিলা মূলনীতি উদ্দেশ্য মিশ্র নীতি ৫. যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের সুবিধা দিয়েছে তাকে কী বলে? দেনাদার ক্রেতা পাওনাদার সুবিধা গ্রহণকারী ৬. কোনটি সঠিক? সম্পদ হ্রাস-ডেবিট সম্পদ বৃদ্ধি-ক্রেডিট আয় বৃদ্ধি-ক্রেডিট মালিকানাস্বত্ব বৃদ্ধি-ডেবিট ৭. কারবারের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কী অবশিষ্ট থাকে? মূলধন সম্পদ দায় মালিকানাস্বত্ব ৮. মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় হতে ১,০০০ টাকা উত্তোলন করলে, A = L+E সমীকরণে কোনটির পরিবর্তন ঘটে? A ও L A ও E E L ৯. দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখলে কোনটি ঘটে? আয় বেশি হয় ব্যয় বেশি হয় সুষ্ঠু হিসাব রাখা হয় ব্যয় হ্রাস পায় ১০. বছরের শেষে বকেয়া ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে হিসাব সমীকরণের ওপর কী প্রভাব পড়বে? সম্পদ বৃদ্ধি, স্বত্তাধিকার বৃদ্ধি সম্পদ হ্রাস, স্বত্তাধিকার হ্রাস দায় বৃদ্ধি, স্বত্তাধিকার হ্রাস দায় হ্রাস, স্বত্তাধিকার হ্রাস কুইজ সমাপ্ত করুন