হিসাব-১ ১. ‘T’ ছকে কলাম সংখ্যা কয়টি? চারটি ছয়টি আটটি দশটি ২. নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রতিটি হিসাব খাতের কোনটি নিরুপণ প্রয়োজন? মোট পরিমাণ মোট দায় মোট ব্যয় নিট পরিমাণ ৩. ব্যবসায়ের সামগ্রিক আর্থিক অবস্থা নিরুপণে কোনটি জরুরি? লেনদেনের সুষ্ঠু ও সুশৃঙ্খল লিপিবদ্ধকরণ হিসাবরক্ষক নিয়োগ সঠিক আয় বিবরণী প্রস্তুত সম্পদ ও দায়ের হিসাবরক্ষণ ৪. লেনদেনের ফলে কোনটির ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটে? সম্পদের চুক্তির ঘটনার ঋণের সুদের হার ৫. ডেবিট-ক্রেডিট টাকার কলাম পাশাপামি হবে কোন ছকে? চলমান জের ছকে হিসাবের ‘T’ ছকে হিসাবের সনাতন ছকে নগদান ছকে ৬. ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেনের ফলে ক্রমাগত পরিবর্তন ঘটে- i. সম্পদ ও দায়ের ii. আয় ও ব্যয়ের iii. মালিকানাস্বত্ত্বের নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৭. হিসাব প্রস্তুতের উদ্দেশ্য হলো লেনদেনের ফলে প্রতিটি খাতের- i. ক্রমাগত পরিবর্তন জানা ii. নিট পরিমাণ জানা iii. মোট পরিমাণ জানা নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৮. হিসাব রাখা হয় না- i. পণ্যের নামে ii. মালের নামে iii. চেকের নামে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৯. সঞ্চিতি কোন ধরনের হিসাব? সম্পদ হিসাব দায় হিসাব ব্যয় হিসাব মালিকানাস্বত্ব হিসাব ১০. পরিবহন হিসাব কোন জাতীয় হিসাব? আয় ব্যয় সম্পদ আয়/ব্যয় কুইজ সমাপ্ত করুন