নগদান বই-৪

নগদান বই-৪

১. ক্রেডিট জের কোন বই দেখাতে পারে না?

  • নগদান বই
  • বিক্রয় বই
  • ক্রয় ফেরত বই
  • পাওনাদার বই

২. নগদান বইয়ের নগদ কলামেরক্রেডিট উদ্বৃত্ত ২০০ টাকা থাকলে আমরা মনে করব-

  • নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান ২০০ টাকা বেশি হয়েছে
  • হাতে নগদ ২০০ টাকা রয়েছে
  • হিসাবরক্ষক ভুল করেছে
  • ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ২০০ টাকা

৩. কোন বইয়ের জের দৈনিক ভিত্তিতে বের করা হয়?

  • খতিয়ান
  • বিক্রয় বই
  • ক্রয় বই
  • নগদান বই

৪. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইডকে কী বলে?

  • পেটি ক্যাশ বই
  • জমা-খরচ বই
  • খতিয়ান বই
  • রেওয়ামিল

৫. নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে i. ভুলভ্রান্তি ও তছরূপ ধরা পড়ে ii. প্রচুর সময় ও শ্রম লাগে iii. প্রচুর সময় ও শ্রম বাঁচে নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

৬. একঘরা নগদান বই কোনটি প্রদর্শন করতে পারে না?

  • ডেবিট জের
  • ক্রেডিট জের
  • ক + খ
  • কোনোটিই নয়

৭. একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে?

  • ডেবিট উদ্বৃত্ত
  • ক্রেডিট উদ্বৃত্ত
  • ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত
  • কোনোটিই নয়

৮. ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে-একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়?

  • ডেবিট দিকে
  • ক্রেডিট দিকে
  • ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে
  • কোনো দিকে নয়

৯. দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত-

  • ব্যাংক জমা টাকার পরিমাণ নির্দেশ করে
  • নিট মুনাফা নির্দেশ করে
  • মূলত কোনোকিছুই নির্দেশ করে না
  • ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে

১০. ব্যাংক কলমের ক্রেডিট জের কী নির্দেশ করে?

  • ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন
  • ব্যাংক জমার উদ্বৃত্ত
  • ব্যাংক জমা
  • ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্ত