নগদান বই-৪ ১. ক্রেডিট জের কোন বই দেখাতে পারে না? নগদান বই বিক্রয় বই ক্রয় ফেরত বই পাওনাদার বই ২. নগদান বইয়ের নগদ কলামেরক্রেডিট উদ্বৃত্ত ২০০ টাকা থাকলে আমরা মনে করব- নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান ২০০ টাকা বেশি হয়েছে হাতে নগদ ২০০ টাকা রয়েছে হিসাবরক্ষক ভুল করেছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ২০০ টাকা ৩. কোন বইয়ের জের দৈনিক ভিত্তিতে বের করা হয়? খতিয়ান বিক্রয় বই ক্রয় বই নগদান বই ৪. কোনো কোনো প্রতিষ্ঠানে নগদান বইডকে কী বলে? পেটি ক্যাশ বই জমা-খরচ বই খতিয়ান বই রেওয়ামিল ৫. নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে i. ভুলভ্রান্তি ও তছরূপ ধরা পড়ে ii. প্রচুর সময় ও শ্রম লাগে iii. প্রচুর সময় ও শ্রম বাঁচে নিচের কোনটি সঠিক? i ও ii i ও iii ii ও iii i, ii ও iii ৬. একঘরা নগদান বই কোনটি প্রদর্শন করতে পারে না? ডেবিট জের ক্রেডিট জের ক + খ কোনোটিই নয় ৭. একঘরা নগদান বই সর্বদা কোনটি প্রকাশ করে? ডেবিট উদ্বৃত্ত ক্রেডিট উদ্বৃত্ত ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত কোনোটিই নয় ৮. ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে-একঘরা নগদান বইয়ের কোন দিকে লেখা হয়? ডেবিট দিকে ক্রেডিট দিকে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে কোনো দিকে নয় ৯. দুঘরা নগদান বইয়ের ব্যাংকের ঘরে ডেবিট উদ্বৃত্ত- ব্যাংক জমা টাকার পরিমাণ নির্দেশ করে নিট মুনাফা নির্দেশ করে মূলত কোনোকিছুই নির্দেশ করে না ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে ১০. ব্যাংক কলমের ক্রেডিট জের কী নির্দেশ করে? ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন ব্যাংক জমার উদ্বৃত্ত ব্যাংক জমা ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্ত কুইজ সমাপ্ত করুন